মুক্তমনা তুহিন ওসমান ছোঁয়া পিছনে ফেলে এসছি অনেক পথ তবও হাঁটছি ফাগুনের দুপুরে শিকারির শিঙ্গা ভেঙ্গে বসন্ত বৌরীউড়েযায় ফড়িং ফোটা বিলে উলঙ্গ ঠোঁটে সে প্রেম খোঁজে-আগুন আলোয় ক্লান্ত চোখে জানালার পর্দা নিয়ে খেলা করে বসন্ত বাতাস গ্রীল ধরে দেখছ কি?জঙ্গলের জলজুড়ে খেলা করে- মায়া হরিণিনাকি খোলা জ্যোৎস্না চোখের সুতায় ঝুলতে থাকা এসব দৃশ্য শব্দহীন আগুনের মতো আমার ভেতরে লুকিয়ে থাকা অস্ফুট অন্ধকারই আমাকে হাঁটতে শেখায়-বলতে শেখায়- তোমার শরীর জুড়ে যে বসন্ত তা স্পর্শ করতেই এতদূর হাঁটা-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।