হায়রে আমার বরফ গলা নদী!
কোথায় আজ বহ নিরবধি?
মন কি তোমার পায়না আমার সাড়া?
আমি যে রোজ তোমার গাঁয়ে দাঁড়া!
তোমার গায়েঁর যত অলি গলি
তোমার আশায় তোমায় খুজেঁ চলি
তুমি ছাড়া এ বিরহ জানল সকল পাড়া
মন কি তোমার পায়না তবু আমার কিছু সাড়া?
হয়তো তুমি ঘুমিয়ে গেছ কেঁদে কেঁদে শেষে
আমি তখন দাড়িয়েঁ ছিলাম হৃদয় কোনে এসে
কেউ বুঝেনি কেউ চেনেনি আমি যে কোন দূরের
কেউ না জানুক,জানতে যদি, তুমি,আমার সুরের।
১৭.৯.২০০৫
শরীফ হোসাইন মৌন
cell: 01676375080
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।