আমাদের কথা খুঁজে নিন

   

ছোঁয়া

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

ছোঁয়া শুভ্র মেঘমালা ছুঁয়েছে শৈল চুড়া কেউ যেনো ছুঁয়ে গেলো কারো অন্তর কৃষ্ণচুড়ার রক্ত রং ছুঁ’ল হরিৎপত্র উদাসী হাওয়া উড়ে গেলো হৃৎ-প্রান্তর কালো ভ্রমরের প্রাণ ছুঁ’ল শিউলী সুরভি দিগন্তে সাগর নীল ছুঁয়েছে নীল অম্বর জল কল্লোল ছুঁল যেনো তটিনীর কোল রাখালিয়া বাঁশি ছুঁয়ে যায় বন মর্মর রুপ রস গন্ধ স্পর্শ শ্রুতি-সীমা শেষে স্বর্গের অলিন্দ ছুঁয়ে গেছে অনুভুতি ভালোবাসা ছুঁয়ে গেল সাত নড়ি হার যেথা মুগ্ধতা মোহাবেশ মায়ার আকুতি মৌণতার সবখানি ছুঁয়ে কতো ইতিকথা তুমি ছুঁ’লে, বর্ণমালা ছুঁ’ল কবিতার পাতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।