স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই। চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি । কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়। সিগারেটের বিস্তৃতি সারা পৃথিবীজুড়ে। বিশ্বের ধনী দেশগুলোতে সিগারেটের চাহিদা এখন নিম্নগতির দিকে কিন্তু বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত অংশে এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
এখন আসা যাক মূল কথায়,"খন্ডকালীন পেশা"-যার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। সিগারেটের দোকানে কমলা টি-শার্ট পরা (বর্তমানে খয়েরি) কিছু তরুন ছেলে মেয়ে সিগারেট এর ক্যাম্পেইন করে। এরা কারা?এরা অধিকাংশই শিক্ষার্থী!এরা হয়তো নিজেরাই জানে না যে,এরা অস্বাস্থ্যকর ও ক্ষতিকর ব্র্যান্ডের মার্কেটিং এ যুক্ত থেকে যে কাজটি করছে তা কতটা ঝুঁকিপূর্ণ ও জাতির জন্য দৃষ্টিকটু । আমরা খন্ডকালীন চাকরীর সুযোগ নিয়ে উপার্জন ও অভিজ্ঞতা আর্জন করব ঠিক আছে তাই বলে অস্বাস্থ্যকর ও ক্ষতিকর ব্র্যান্ডের মার্কেটিং এ যুক্ত হয়ে???আর সেই উপার্জনে চলবে পড়াশোনা !ধিক পড়াশোনা!!! তরুনিরা ও সিগারেটের মার্কেটিং -এ নেমেছেন! তাহারা পণ্য প্রসারের জন্য ফুটপাতে দাড়িয়ে দাওয়াত দিচ্ছেন টার্গেটেড খরিদ্দার হওয়ার জন্য। শুধু কি তাই -উনারা ১টি সিগারেট ফ্রি দিয়ে ও সুন্দর কথা বলে বিভিন্ন মানুষকে ধূমপানে আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আমার জিজ্ঞাসা হলো -উনারা কি অশিক্ষিত?কম বুঝেন? সময়ের সেরা সুযোগ নেয়াই যদি তারুণ্যের ধর্ম হয় তবে,তরুনদের উচিত হবে নিজের স্বার্থে-দেশের স্বার্থে নিজেদেরকে এ ধরনের পেশার সঙ্গে সম্পৃক্ত না রাখা। সুন্দর জাতি গড়ায় সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রয়োজন।
বিঃদ্রঃ-সরকার কে বলছি প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রনয়ন করে এ ধরনের সিগারেটের মার্কেটিং প্রতিহত করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।