রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
সিগারেট যারা খান তাদের জন্য ভাল খবর। বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়েছে। ফলে বাজেট যদি আগের মতোই রাখেন তাহলে আগের চেয়ে ১০ থেকে ১২ শতাংশ সিগারেট কম খেতে হবে। ফলে আয়ু আরেকটু বাড়লো।
প্রস্তাবে না থাকলেও চূড়ান্ত বাজেটে সব ধরণের সিগারেটের ট্যারিফ ভ্যালু বাড়ানো হয়েছে।
ফলে স্টার থেকে বেনসন, সব গুলোরই দাম বাড়বে ১০ থেকে ১২ শতাংশ।
বলে রাখি মদের দাম কিন্তু বাড়েনাই। বরং ৪ শতাংশ উন্নয়ন সারচার্য তুলে নেওয়ার কারণে একটু হলেও তো দাম কমার কথা।
বাঙ্গালি অবশ্য কমায় না, খালি বাড়ায়।
কাল থেকে এই বাজেট কার্যকর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।