প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্র সুসংহতকরণে তার প্রচেষ্টা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখান জন্য ফ্রান্সের ঐতিহ্যবাহী ডফিন বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকে ভূষিত করছে। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান। এদিকে প্রধানমন্ত্রী ‘গ্লোবাল পার্টনারশিপ প্রোগ্রাম অন গার্লস অ্যান্ড ওমেনস এডুকেশন’ শীর্ষক সম্মেলনে যোগ দেয়ার জন্য আজ মঙ্গলবার বিকালে (স্থানীয় সময়) প্যারিসের উদ্দেশে কানাডার টরেন্টো ছাড়বেন। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বুধবার সকালে প্যারিস পৌঁছবেন এবং বৃহস্পতিবার ওই সম্মেলনের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখবেন। পাশাপাশি তিনি বুধবার প্যারিসে ডফিন ইউনিভার্সিটিতে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। প্যারিসে অবস্থানকালে প্রধানমন্ত্রীর জাতিসংঘ মহাসচিব বান কি মুন, অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন এবং ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বকোভার সঙ্গে বৈঠকে করবেন। তিনি ইউনেস্কো সদর দফতরে আফ্রিকান প্রদর্শনী এবং ইউনেস্কো মহাপরিচালকের দেয়া এক সংবর্ধনায়ও যোগ দেবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশে প্যারিস ছাড়বেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।