বিজ্ঞানী আইজ্যাক নিউটনের সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অন্যদিকে প্রত্যেক ক্রিয়ারই ব্যাখ্যা ও অপব্যাখ্যা আছে। এটি পুরোপুরি নির্ভর করে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখছি। নেতিবাচক দৃষ্টিতে দেখবো, না ইতিবাচক দৃষ্টিতে দেখবো এটি নির্ভর করে আমাদের মন-মানসিকতার ওপর। মানসিক জটিলতার কারণে অনেক সময় সহজ-সরল-সজীব বিষয়গুলোর মধ্যে আমরা জটিলতা আবিষ্কার করি।
এটির মধ্য দিয়ে ব্যক্তির মানসিক দীনতারই প্রকাশ ঘটে।
আমরা স্বাধীনতার চল্লিশ বছর অতিক্রম করছি। গণতান্ত্রিক চর্চার জন্য অনেক আন্দোলন হয়েছে। রাষ্ট্রীয়ভাবে যদিও গণতান্ত্রিক চর্চার দাবি করি কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনও আমরা সামন্তবাদী মানসিকতার মধ্যে হাবুডুবু খাচ্ছি। কী জাতীয় পর্যায়ে, কী আঞ্চলিক পর্যায়ে–আমরা মুখে গণতান্ত্রিক চর্চার কথা বললেও মনন ও মনকে বিশ্বাস করি না।
বিশ্বাসের জায়গাটা আমাদের এখনও অনেক দুর্বল। ব্যবসা-বাণিজ্যে, রাজনৈতিক ময়দানে আমাদের মনোপলি মানসিকতা। এ মানসিকতা ব্যক্তিগত লাভ এনে দিলেও সমষ্টিগত লাভ কখনও সম্ভব নয়।
সমপ্রতি উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের সংবিধান বলা চলে ঝুলন্ত অবস্থায় আছে। আমাদের এ পবিত্র সংবিধান অনেকবার কাটাছেঁড়া হয়েছে।
একজন নাগরিক হিসাবে এ কাটাছেঁড়া আর দেখতে চাই না। এখানে বিরোধী দলের উচিত খোলা মন নিয়ে সরকারকে সহযোগিতা করা। সরকারের উচিত বিরোধী দল যেন তাদেরকে আস্থার চোখে দেখে এ বিষয়টি নিশ্চিত করা। অন্যদিকে যে সমস্ত বিষয় স্পর্শকাতর সে বিষয়গুলোর জন্য সরকারের উচিত গণভোটের মাধ্যমে সুরাহা করা। তাহলে কেউ কাউকে দোষারোপ করতে পারবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।