এতকিছু ... ওই সিনেমার জন্যই... একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে লাগল। বানরটি যদি ১ মিনিটে ৪ মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে। তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
কী অদ্ভুত কথা !!! বানর বাঁশ বেয়ে উপরে উঠবে কেন? তাও আবার তৈলাক্ত বাঁশ। বানর উপরে উঠলে আমার কী লাভ। কে বানিয়েছে এই অদ্ভুত অংক?!
এই অদ্ভুত অংক কে সারা জীবন ভয় পেয়েছি।
আমার বড় দুই বোন এই অংক করতো। আমার মেজাজ খারাপ হতো। কী প্যানপ্যান সারাদিন। কিন্ত ভয়ে থাকতাম আমাকেও এই অংক করতে হবে আর দুই ক্লাস পরেই !!!
কিন্ত বেঁচে গেলাম !!! আমি ওই ক্লাসে আসতে আসতেই বই চেন্জ হয়ে গেল। বানরের অংক আর আমাকে করতে হয়নি।
কারণ হয়তো পৃথিবীর কোন বানরই কথনো পিচ্ছিল বাঁশ বেয়ে উপরে ওঠেনি। কিন্ত এই অদ্ভুত অংক সৃষ্টি হবার কারন কী ??????
উত্তর: ৯ মিনিট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।