সেই জন্ম থেকে ।
আল-কায়েদার জ্যেষ্ঠ সামরিক নেতা সাইফ আল-আদেলকে সংগঠনটির অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন আল-কায়েদার অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানে, এমন একটি সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে।
দুই দশক ধরে আল-কায়েদার নেতৃত্ব সম্পর্কে ওয়াকিবহাল লিবিয়ার সাবেক জঙ্গি নেতা নোমান বেনোতমান সিএনএনকে জানান, মিসরের বিশেষ বাহিনীর এক সময়কার কর্মকর্তা সাইফ আল-আদেলকে আল-কায়েদার অন্তর্বর্তীকালীন নেতা হিসেব নিয়োগ দেওয়া হয়েছে। নোমান আল-কায়েদার সহযোগী লিবিয়ার ইসলামিক ফাইটিং গ্রুপের এক সময়কার নেতা ছিলেন।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি আল-কায়েদার আদর্শ থেকে সরে এসেছেন।
আল-কায়েদার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও আলোচনার ভিত্তিতে নোমান সিএনএনকে জানান, সাইফ আল-আদেলের এই নিয়োগ আল-কায়েদার শুরা কাউন্সিলের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়। কারণ, বর্তমান পরিস্থিতিতে শুরা সদস্যদের পক্ষে একস্থানে জড়ো হওয়া অসম্ভব। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে জঙ্গি সংগঠনটির শীর্ষ আট নেতার মধ্যে ছয়জন সিদ্ধান্তটি নেন। সাইফ আল-আদেল ওই গ্রুপটির শীর্ষস্থানীয় নেতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।