আমাদের কথা খুঁজে নিন

   

মুগ্ধতা তুমি---সাইফ ভূইয়া।



মুগ্ধতা তোমার কামনা-মদির চোখের গভীরে মুগ্ধতা তোমার ঠোঁটের কোণে ঝুলে থাকা বাঁকা হাসিতে মুগ্ধতা তোমার কন্ঠে ঝরে পড়া সুর আর ছন্দে মুগ্ধতা, তোমার সকলি আমার মুগ্ধতা। সুন্দর তোমার প্রতিশ্রুতি ; তাতে-ই ঝুলে থাকা সুন্দর তোমার চিন্তা-চেতনা, ভালোবাসা-ভালোলাগা সুন্দর তুমি নিরহঙ্কার, সুন্দর তোমার ভুবন সুন্দর তোমার কথা ভেবে বাঁচতে চাই আর এক জীবন। সুন্দর তোমার যা কিছু আছে সব-ই যে আমার মুগ্ধতা তোমার যা কিছু আছে সব-ই হোক আমার। মুগ্ধতা তুমি, সুন্দর তুমি, থাকো কাছে কিংবা দূরে ভালোবাসায় সিক্ত করো ; রেখো আপন করে ! মুগ্ধতা নিয়ে বেঁচে আছি হাসি উচ্ছ্বাসের হাসি মন-প্রাণে সদা বাজে সুখের বাঁশি। আকাশ পানে দুহাত তুলেছি, নিঃসীম নীলাকাশ শোনো ভালোবাসি তাকে তারাদের-ও সাক্ষী মেনো মুগ্ধতা আর সুন্দর ঘিরে থাকো আমার মাঝে ভালোবেসে মোর খবর নিও সকাল সাঁঝে। মুগ্ধতা তুমি, সুন্দর তুমি, এটাই তোমায় সাজে ছোট খাটো কাজে মন ছোট করা ফেলে আমায় লাজে! মুগ্ধতা তুমি, সুন্দর তুমি, বুকে বিশাল সাগর জেনো সন্দেহ, অবিশ্বাসে ভালোবাসায় আপন হয় পর। মুগ্ধতা তুমি, সুন্দর তুমি, করি তোমার পূজা রাজকবি করেছো, রাজ্যে রাখো করে রাখো প্রজা। নিশ্চিন্ত হতে চাই পেতে, চাই তোমার দুটি হাত সন্দেহ, অবিশ্বাস যাক ধুলোয় লুটিয়ে যাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।