লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। সাইফের পথপ্রদর্শক এক ব্যক্তি দাবি করেছেন তিনিই সাইফকে গাদ্দাফি-বিরোধী যোদ্ধাদের কাছে ধরিয়ে দিয়েছেন। লিবিয়ার জিনতান এলাকার ইউসেফ আল-হোতমানি নামের এক লিবীয় বেদুইন বার্তা সংস্থা রয়টার্সের কাছে নিজেকে সাইফের পথপ্রদর্শক দাবি করে বলেছেন, মরুভূমি থেকে নাইজারে পালিয়ে যেতে সহায়তার জন্য সাইফ তাঁকে পথপ্রদর্শক হিসেবে ভাড়া করেছিলেন। এ জন্য তাঁকে ১০ লাখ ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাইফ। চুক্তি অনুযায়ী সাইফকে নাইজারে পালিয়ে যেতে সহায়তা করার প্রতিজ্ঞা করেছিলেন ইউসেফ আল-হোতমানি। কিন্তু বিশ্বাসঘাতকতা করে সহায়তার পরিবর্তে তিনি সাইফকে যোদ্ধাদের কাছে ধরিয়ে দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।