আমাদের কথা খুঁজে নিন

   

খণ্ড ভাবনা - ১

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

১ জলে কেন রং হয় না জলে কেন ধরে না জং? মিষ্টি মেয়ের মন গলাতে বৃষ্টিয়াল সাজায় আড়ং ২ পিকাসোর স্বাক্ষরে মরা কাকের একটা ড্রয়িং ঝুলিয়ে দিলে গণ্যমান্য গ্যালারিতে নিলামের হাতুড়ি ডাকবে মিলিয়ন মিলিয়ন আর দা ভিঞ্চির একটি স্নানঘরের ছবি যার মুখে শাওয়ারের সাবান জমেছে এক যুগ এখন দৈনিক তিরিশ হাজার লোক অপলক মুগ্ধচোখে দেখে ল্যুভের সেই মেয়েটি কি ব্যঙ্গ করে হাসে? ৩ এ কেমন বর্ণমালা, অ তে অজগরের শঙ্কায় বুক দুরু দুরু! আমটি যে ছিঁড়ে খাবে সে সাহস বিলুপ্ত হয়, আকাশে আকাশে বোমারু ঈগল ঊষর জমিনের গণি মিয়া ইঁদুর শাবকের মত ভয়ে । মৃত বধূর শ্বাসটানের ঔষধের খালি শিশিতে লুকায় ক্ষুদ্রঋণের বোঝা নিয়ে একা একা যুদ্ধ হয়, ঐ তে ঐক্যের বদলে রাজার জন্য শ্বেত ঐরাবত কেনা হয় । তবুও মনে পড়ে আদর্শলিপি অ আ ঈ ঈ উ ঊ এ ঐ ও ঔ ঋ স্বরবর্ণ ভঙ্গ হলে, শেষকৃত্যে তুমি আমি ও আমরা - বিদ্রোহের নখ লুকিয়ে জঙ্গলে, আড্ডায় জীবনবিমূখী ঋষি হয়ে যাই ৪ মাথায় তথ্যজট, কাগজ খসখস. পাই ৩.১৪১... ফ্লক্সিনসিনিহিলিপিলিফিকেশন ভুলে গেছি বেমালুম তৃতীয় জন্মদিবস ৫ ঘুরতে গিয়ে ক্যামেরা নেই নি সেজন্য আক্ষেপ হয় নি কোন কাল - বনের ভেতর ক্যাম্প ফেলে শরণখোলায় স্নো-ফোটা হরিণের ছায়ায় যে রাত জেগেছি লেন্সের ভাগ্য নেই তাকে এঁকে রাখে। অমাবস্যায় বটের ঝুড়িতে দোল খাওয়া নক্ষত্রহীন শুনশান অন্ধকার এখনো তুলতে শেখে নি কোন ডিএসএল আর -- ড্রাফট ১.৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।