আমাদের কথা খুঁজে নিন

   

খণ্ড ভাবনা

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

'যে জীবন র্যাবের, পুলিশের মানুষের সাথে তার হয় নাকো দেখা' (আম্মাআআ) এক মেজরকন্যার প্রেমে মজেছিলাম অনেক দিন আগে। আমার সামরিক যোগাযোগ ওই র্যন্তই। তবে আদ্যাপন্ত চিনি ওদের। শৃংখলার জন্য ওরা জীবন দিতে কার্পন্য বোধ করে না সত্য, তবে ডিওএইচএসের সুদৃশ্য বাড়িগুলো দেখলে আপনিও বুঝতে পারবেন- কী ভয়ংকরভাবে ওরা শৃংখলা ভেঙে লুটপাট করে। একেবারে নিরবেই চলে ওদের মাল কামানো।

একবার এক মহিলা পুলিশকে চোখ টিপ মারার দায়ে আমাকে মাইল খানেক দৌড়াতে হয়েছিল। মহিলা মোটেই সুশ্রী ছিলেন না। তবু তিনি যখন বললেন, এই ছেলে দাঁড়াও। তখনই বুঝলাম, তিনি আমাকে দৌড়াতে বলছেন। দৌড় শুরু করতেই দেখি কয়েক জন পুলিশ হিরো সাজার জন্য আমার সঙ্গে দেঁৗড়ের পাল্লা দিচ্ছে।

আমি জজ কোয়ার্টারে গিয়ে আশ্রয় নেই। আইন ভালো বুঝি, বুঝলাম এখানে আসতে ওদের মন্ত্রণালয় ডিঙাতে হবে। পুলিশের ছেলে মেয়েরাও বেশ দাপটের সঙ্গে স্কুলে যায়। চামচা জাতীয় দু'চারটি বন্ধুও জুটে যায় ওদের। যা হোক, মনে আছে একবার এক পুলিশের দারোগা আমাদের বাসা ভাড়া নিতে এসেছিল।

মা তাদের ভাড়া দেয়নি। কারণ হিসেবে মা জানিয়েছিল, পুলিশের মুখ খুব খারাপ। পরিবেশ নষ্ট হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।