আমাদের কথা খুঁজে নিন

   

সি.এন.জির মূল্য বৃদ্ধি-অতপর সরকার বাস ভাড়ার তালিকা তৈরী করেছে - তবে ...



প্রিয় ব্লগারগন ও পাঠকগন লক্ষ্য করুন আমার পূর্বের দুইটি পোষ্ট ০১.সি.এন.জির মূল্য বৃদ্ধি-অতপর সরকার কি বাস ভাড়ার তালিকা তৈরী করবে? [link|http://www.somewhereinblog.net/blog/obak/29381415|০২.সি.এন.জির মূল্য বৃদ্ধি-অতপর সরকার কি বাস ভাড়ার তালিকা তৈরী করবে? [রি-পোষ্ট]] প্রথমটি ১০৬বার পঠিত - ১০টি মন্তব্য দ্বিতীয়টি ৭১বার পঠিত - ৯টি মন্তব্য যদিও প্রকৃতপক্ষে এটা কোন জরিপ নয়, তবুও আমার ব্যাক্তিগত মতামত হলো বাস ভাড়া বৃদ্ধি পাওয়াতে আমরা (সাধারন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা) খুববেশি দুঃশ্চিন্তার মধ্যে নেই । কারন ০১. আমাদের প্রতিবাদের সাহস নেই ০২. প্রতিবাদ করে কোন লাভ নেই ০৩. সহজে সয়ে যেতে পারি ০৪. বাড়তি ব্যায় বহন করার সংগতি আমাদের রয়েছে / তৈরী করতে সক্ষম ০৫. আমরা বেশী ঝামেলা পছন্দ করি না , চুপ চাপ সহ্য করাই উত্তম সরকার একটা ভাল কাজ করেছে। একটি রেট নির্ধান করে দিয়েছে । সূত্র - প্রথম আলো সূত্র - বিডি নিউজ ২৪.কম এখন , কথা হলো যে ০১. কোন রুটের বাস মালিকগন এই নির্ধারীত রেট মানবে ? ০২. প্রতি কিলোমিটার ০.৩৫ টাকা বাড়ানো কি যুক্তিসংগত ? ০৩. সরকার কি এটি সঠিকভাবে মনিটরিং করবে ? ০৪. কোন রুটের বাস মালিকগন / ষ্টাফগন যাত্রীদের অযৌক্তিক ভাবে হয়রানি করলে কোন অভিযোগ করা যাবে কি? গেলে কার নিকট? কতটাইবা ফলপ্রসু হবে? যাই হোক জনগনের স্বার্থ নিয়ে কথা বলার মতো কি কেউ নেই ? আমরা আম-জনতা ভাল আছি কি নেই সেইটা দেখার মতো কি কেউ নেই ? এই লেখাটি সম্পূর্ন আমার ব্যাক্তিগত আবেগতাড়িত । কাউকে ছোট করা , হেয় প্রতিপন্ন করা কিংবা কোন ব্যাক্তি / গোষ্টির ব্যাবসার স্বার্থে আঘাত করা আমার উদ্দেশ্য নয় ।

সরকারকে সাধুবাদ জানাই - ভাড়া নির্ধারণ করার জন্য । ---এতে করে সাধারন যাত্রীগন হয়রানির হাত থেকে বাঁচবে । সরকারের সমালোচনা করি - ভাড়া বেশী (০.৩৫ টাকা / কিলো) বৃদ্ধি করার জন্য । ---মনে হয় জনপ্রতি অনেক বেশী বৃদ্ধি করা হয়েছে । সরকারের হস্তক্ষেপ চাই - সঠিক ও কঠোরভাবে মনিটরিং করার জন্য ।

---না হলে আরও বেশী ভাড়া আদায় করা হবে । একটি গোপন কথা - এই লেখাটিতো সরকার পর্যন্ত পৌছাবে না, এতক্ষণ কষ্ট করে লিখে লাভ কি ? মনের কষ্ট কমানো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.