আমাদের কথা খুঁজে নিন

   

সিএনজির মূল্যবৃদ্ধিঃ সংকট আরও বেড়ে গেল

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

আমি একটা বিষয় বুঝতে পারছি না, বর্তমান সরকার এত বোকা কেন? মানলাম তারা আর্মি ব্যাকড সরকার, তাদের হাটুতে বুদ্ধি বলে একটা কথা প্রচলিত, কিন্তু তাই বলে এত নির্বোধ কেন এরা? উপদেষ্টা যারা আছেন তাদের সবাই তো বেশে শিক্ষিত। তারা..... দেশে এখন এত ঝামেলা। সরকারের এত ইমেজ সংকট। ১/১১ এর পরে যে সরকারের জনপ্রিয়তা ছিল প্রায় শতভাগ, তা দ্রব্যমুল্য আর নির্বুদ্ধিতার চাপে অজনপ্রিয়তায় প্রায় শতভাগ। সরকারের এখন চিন্তা করতে হচ্ছে মানুষ ক্ষেপে গিয়ে আবার রাজপথে নেমে না আসে।

চাল, তেলের দাম এতই বেড়ে গেছে যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে বলে পার পাওয়া পাচ্ছে না। মানুষ সরকারকে সরাসরি অযোগ্য বলছে। এমন একটা সময়ে সরকার সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে দিল। এমন একটা সিদ্ধান্ত নেবার আগে তো নিশ্চয়ই অনেক চিন্তাধারা করার কথা। কিন্তু সরকারের নীতিনির্ধারকদের কারও মাথায় কি আসল না এই দাম বাড়ানোর ফলে দেশে কি ঘটতে পারে? দেশের মানুষের জন্য না সই, এ সরকারকে টিকে থাকতে হলে মানুষের অসন্তোস কমাতে হবে।

অথচ গ্যাসের দাম বাড়িয়ে দেয়া হল। অর্থ উপদেষ্টা আবার বললেন দাম না বাড়ালে ভর্তুকি দিতে হত তাই বাড়িয়েছি কিন্তু যানবাহনের ভাড়া বাড়বে না। এর মানে কি? দেশে এমন টানাটানির সময়ে সরকার ভর্তুকি না দিলে কথন দিবে? আর সরকার তো একটা লাভজনক প্রাইভেট কোম্পানী না যে সে ভর্তুকি দেবে না। আর যানবাহনের ভাড়া এই মুহুর্তে বাড়বে না এই কথা কোন বিবেচনায় উপদেষ্টা বললেন কে জানে, যে সিএনজি চালক আগে ৬০ টাকা দিয়ে ট্যাংকি লোড করত, একই ট্যাংকি লোড করতে তার এখন যাবে ১২০ টাকা। এই বাড়তি ৬০ টাকা সে কোথা হতে দিবে? ঘরে ফিরে আবার তাকে দ্বিগুন দামে চাল কিনতে হবে।

১৪ শতাংশ মুদ্রাস্ফীতির কারনে আবার ওই ১০০ টাকার বাজার ১১৪ টাকায় করতে হবে। সরকার ভর্তুকা দেবে না, দিতে হবে জনগনের আবার দ্রব্যমুল্যের দাম বেশী, কিভাবে হবে? স্বাভাবিকভাবেই যানবাহনের ভাড়া বেড়ে যাবে। এ কথা ঠিক সিএনজি গ্যাসের দাম অস্বাভাবিক কম ছিল, এটা বাড়ানো দরকার ছিল। কিন্তু এই দামে তো চালক মালিক যাত্রীরা অভ্যস্ত ছিল। এখন চালক মালিকদের কাছে এটি বিরাট চাপ হয়ে দেখা দেবে।

ভাড়া বাড়ায় যাত্রীদের উপর চাপ পড়বে। এমনিতেই সবাই দ্রব্যমুল্যে দিশেহারা। সিএনজির সাথে সাথে পরিবহনের অন্যান্য খাতেও খরচ বাড়বে, বেড়ে যাবে খাদ্যদ্রব্যের দামও। এমন একটা সংকটের সময়ে এই দাম বাড়ানো যে একটা সুইসাইড এটেম্পট এটা সরকারের কারও মাথায় গেল না? হতাশ হয়ে যাচ্ছি। যারা দেশ চালাচ্ছেন তাদের বিবেচনা বোধ যদি এ পর্যায়ের হয় তবে কিভাবে হবে? মানুষ বাচবে কিভাবে? খবরঃ সিএনজির মুল্য প্রতি ঘ:মি: ৮টাকা ৫০ পয়সার স্থলে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.