আমাদের কথা খুঁজে নিন

   

সিএনজির দাম বৃদ্ধি???? কার লাভ কার ক্ষতি!!!!

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

কিছু দিন আগে সংসদের মাননীয় স্পীকার সিএনজি'র (গ্যাস) দাম বাড়ানোর তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন সাংবিধানিক পদে থেকে এসব বললে জনসমর্থন কমে তারপরও দেশের স্বার্থে সিএনজি (গ্যাসের) দাম বাড়ানো প্রয়োজন। কিন্তু আসলে কি তাই?? আমাদের দেশের সাধারন জনগন নিজেদের কাজে ব্যবহার হয় না কিন্তু কিছুটা সচ্ছল লোকজন ব্যব হারকরে এমন জিনিসের উপর সবসময়ই বিরক্ত থাকে। যেমন যে কোন কারনে একটু মাথা গরম হলেই প্রথম কাজ হলো গাড়ি ভাংগা। আবার রাস্তায় যেকোন সমস্যা হলেই বাস ভাংগতে হবে।

বেশীরভাগ লোকেরই ধারনা ঢাকা শহরে প্রাইভেট গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার যানজট বেড়েছে। সিএনজির দাম বাড়লেই প্রাইভেট গাড়ির সংখ্যা কমবে ও যানজট কমবে। কিন্তু আমি মনে করি সেটি ঠিক নয়। কারন যেই লোক ২০-৩০ লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারেন সিএনজির দাম ১৬ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হলে তার সমস্যা হবার কথা নয়। কিন্তু সমস্যা হবে আমাদের মতো সাধারন মানুষের।

চলুন দেখি সিএনজির দাম বাড়লে কি কি হবে: ১। সিএনজির দাম বাড়লেই সকল বাস ভাড়া বেড়ে যাবে (তেলে চালিত বাস সহ)। ২। ট্রাকের ভাড়া বেড়ে যাবে। ৩।

ফলে স্বাভাবিক ভাবেই সব দ্রব্যের দাম বাড়বে (নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ)। ৪। স্কুটার ও ট্যাক্সীর ভাড়া বাড়বে (এখনই এরা গলাকাটা ভাড়া নেয়)। ৫। রিক্সা ভাড়া বেড়ে যাবে।

কিন্তু আমাদের ইনকাম কি বাড়বে????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.