আমাদের কথা খুঁজে নিন

   

সিএনজির দাম বিষয়ে ছোট একটা তথ্য

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সত্যি সত্যি আমি জানতাম না সিএনজির কেজি এতদিন আট টাকা আছিল। কয়দিন আগে জানলাম। জেনে খুব কষ্ট লাগলো। সিএনজির কেজি আট টাকা হইলে যে রাস্তা আমরা আট টাকায় যাই সেই রাস্তা চার টাকায় যাওয়ার কথা।

অথচ সেটা হয় নাই। এখন সিএনজির কেজি বাড়ছে। ঠিকমতো বাড়ার আগেই দাম বেড়ে গেছে। সরকার নিষেধ করছে, তারপরও বাসঅলারা কয়দিন বেশি ভাড়া নিছে। আইজকা দেখলাম আগের দামই নিতেছে।

আশা করা যায় কয়দিনের মধ্যেই বাসঅলারা সরকারের সঙ্গে রফা কইরা ভাড়া বাড়াবে। কিন্তু প্রশ্ন হইলো, এতদিন কমদামে সিএনজি কিনে বাস চালাইছে যে বাসঅলারা তার কী ফল গ্রাহক পাইছে? তারা তো পেট্রোল-ডিজেলের দরেই বাস ভাড়া দিছে। এই সরকার, তার আগের সরকার এবং তার আগের সরকার যতবার পেট্রোল-ডিজেলের দাম বাড়াইছে ততোবারই পেট্রোল ডিজেল চালিত গাড়ির সাথে সিএনজি চালিত গাড়ির ভাড়াও বাড়ছে। এইটা কেনো ঘটছে? আমার মনে পড়ে সিএনজি চালিত বাসগুলা অন্যবাসগুলার সঙ্গে পাল্লা দিয়াই তখন ভাড়া বাড়াইছে। ফলে, এখন এনাদের কাছ থেকে কেজিপ্র্রতি বেশি দামেও সিএনজি বেচলেও এনারা ভাড়া বাড়াইতে পারেন না।

সিএনজি চালিত অটোরিক্সা বা অরিজিনাল সিএনজির কথা আর কইলাম না। এদের দেখলেই বুঝা যায় মাৎস্যান্যায় জিনিশটা কেমন হইতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.