আমাদের কথা খুঁজে নিন

   

নগরের নাগরীক



বাসের ভাড়ায় সরকারের কি? সারকার কি আর বাসে চড়ে? তারার তো হইল রাজ কপাল, আছে এসি পাজেরু, সরকারী গাড়ী| সিএনজি বা পেট্রোলের দামে তাদের আবার কি? উদোর পিন্ডি বুদোর ঘাড়ে, বলির পাঠা আমরা সম্মানিত জনসাধারণ যারা কিনা ভোটের সময় সকল ক্ষমতার উৎস, আর ভোটের পরে ফস করে না এবং সাথে এ ট্যাক্স সে ট্যাক্স দিয়ে ওনাদের পাজেরু এসিতে চড়াতে বিভিন্ন নিয়ম কানুনের বেড়াজালে আসটে পিষ্টে বাধা থাকি। তবে ওনাদের আমাদের জন্য দরদের কোন কমতি নেই। এসরি মধ্যে বসে মাথা ঠন্ডা করে আমাদের কল্যানের (অ যোগ করুন) জন্য চিন্তা করতে করতেই তো ওনাদের অনেক কষ্ঠ, প্রেসার বেড়ে যায়, রাতে ঘুম নেই, দিনের বেলায় এই গরমে মাথা হট! তার পরেও বৃদ্ধ বয়সে বিশ্রাম নেই, সেও আমাদের এবং জনগনের কল্যানের (অ) কথা বেভে, মরার ও সময় নেই। আপনাদের এ নিয়ে ভেবে অস্থির হওয়ার দরকার নেই, হয়তবা অনেক চিন্তা করে আমাদের মহান অভিভাবকরা যুৎসই ফরমুলা দিবেন, য়েমণ আপনারা বাস পরিহার করে হেটে চলুন, এতে করে আপনার হৃদপিন্ড সুস্থ থাকবে। কারণ হৃদরোগ ভালো নয়, ব্যায় সাপেক্ষ রোগ, এতে আপনার পরিবারের সঞ্চয় নষ্ঠ হবে, ছেলে মেয়ের ভবিষৎ অনিশ্চিত। বরয় আপনারা সবাই হাটুন, হেটে হেটে অফিসে যান এত আপনি অনেকদিন বেঁচে ভোট দিয়ে এসির হাওয়া খাওয়া গাড়ীতে চড়ার সুযোগ করে দিতে পারবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.