যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
নিরন্তর ক্ষরণে ভেসে যাচ্ছে রাজপথ
আমাদের প্রতিদিনকার সোমরসে
অথচ তুমি বলবে বিস্তৃত আলোর মত
ছড়িয়ে যাচ্ছে মানবতা
আর কবিতার দূর্দান্ত চিত্রকল্প
সিনেমেটিক শটের পর শট
খাট! খাট!
প্রায়শই ঈশ্বর ছাপিয়ে
মানবীয় দুরুহতা যত
মানবীয় বীররস
হাত বাড়ানো পথ
এদিকে বন্ধ্যা নগরে সবুজ ফলাতে ছুটে আসছে
শেকড়েরা সব
বৃক্ষগুলোকে উপড়ে ফেলে
আরেকটি নতুন শেকড় শহর
আলোকজ্জ্বল নগরেরই ভেতরে
কি দারুন!
নাগরিক নৈশভোজ
পা.....ন তৃপ্ত ভোগজাত ঢেকুর
দামী পাড়ার দামী সুগন্ধি দামী বুদবুদ
আর প্রতিটি এ্যামনেশিয়া আক্রান্ত সকাল
জানান দিচ্ছে
বেঁচে আছ তুমি
তোমার ভুলে যাওয়া অতীত
দাঁতের ফাঁক থেকে উঠে আসছে ব্রাশের সাথে সাথে
আর ক্ষয়ে দিচ্ছে ব্রিসল
ব্র্যান্ডেড নন-ব্র্যান্ডেড
দাঁত কিংবা ব্রাশের হাতল
আকাশের উঠানে সূর্যোদয়, চড়ুইয়ের টাটকা রক্ত যেন
ছটফটে আর ভয়ংকর লাল
কার্নিশ গলে ছলকে উঠছে! ছলকে উঠছে!
তোমার প্রাত:কালীন আয়নার ভেতর
আর তোমাকে সগর্বে জানান দিচ্ছে
এই যে তাকানো;
এই যে তাকিয়ে তাকিয়ে ভুলে যাওয়া
এই যে আয়নায় ভেতর শেকড়ের উচ্ছাস
আসলে ইতিহাসের মতন
এক নৃসংশ রাজপথ
এখানেও টিকে থাকতে হয়
এখানের স্মৃতি তালিকায় নাম ওঠাতে
করতে হয় সমুদ্র মন্থন
ইমন আপনার সৃষ্টিশীল ব্লগিং অব্যহত থাকুক। আশা করি ইমেজ সংকটের সহজ রাস্তায় হাঁটা দেননি। তবুও নিরুতসাহিত হতে পারেন ভেবে পূর্বের পোষ্ট ড্রাফ্ট করে দিলাম। পরিণত যোগাযোগের রাস্তাও সম্ভবত শুরু হল । আপনার গতিশীল এবং সৃষ্টিশীল পোষ্টের অপেক্ষায় আছি। ভালো থাকুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।