সকল অন্ধকারের হোক অবসান
নগরের উত্তর পার্শ্বে ঘরবাস করে এক বক্ররেখা দীঘি
মধ্যাঞ্চল থেকে এক নাগরিক কবির গমন সেখানে
অহরহ। বিশুদ্ধ সেনানে তিনি লাভ করেন পরিশুদ্ধ প্রেম।
দেহ ও মন ধৌত হওয়ার পর উদরে প্রেরণ করেন
দ্রাক্ষা, নবাম্রসহ দীঘির পাড়ের সুস্বাদু ফল-ফলাদি।
আহার শেষে থাকে ফলজ পানীয় ইতি-আদি।
তিনি ক্ষুন্নিবৃত্তি করেন এবং উপভোগ করেন
দীঘির সৌন্দর্য। স্নানোত্তর অনুভব করেন দীঘির
নিটোল জলে সেনান করিবার অপার আনন্দ।
অবগাহনের হরষ স্মৃত হইয়া পুলকিত হন মহামান্য।
তিনি আপন মনে ভাবেন, মধ্যাঞ্চলে তাহার প্রাসাদের
মাঝখান দিয়া যদি প্রবাহিত হইতো দীঘির ধারা,
তবে নগরের উত্তরাংশে আসিবার কালক্ষেপণ করিতে
হইতো না। কিন্তু হায় বক্ররেখার উত্তুরে দীঘি!
সে কি কভু বুঝিবে কবির আকুতি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।