আমাদের কথা খুঁজে নিন

   

সমস্যা নাই! তোমরা সবাই মিল্লা চুরি কর!! ওস্তাদের মাইর শেষ রাইতে, দেহি আমি ওস্তাদ হইতে পারি কিনা!!

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক।

সিএনজির দাম বাড়ল। ফলশ্রুতিতে বাস ভাড়া বেড়ে গেল।

কত বাড়ল আমি দেখি নাই, দেখার চেস্টাও করি নাই। কারন বাস ভাড়া কখনো ঐ লিস্ট ধরে বাড়বে না। বাড়বে বাস মালিক-শ্রমিকদের ইচ্ছা মাফিক। ওদের মর্জি মত। সরকারে স্বিদ্ধান্তমত যে ভাড়া হবে ৫ টাকা সেই ভাড়া ডাইরেক্ট, সিটিং, লোকাল সিটিং , এক্সপ্রেসের নামে হয়ে যাবে দশ টাকা।

সাথে সাথে হয়ত বাড়বে সিএনজি অটোরিক্সার ভাড়া। আর হবে না কেন? এত কস্ট করে সবাই রাজনীতিতে জরায়, বিরোধিদলে থাকার সময় অপজিট পার্টির হাতে মার খায়, পুলিশের পিটুনি খায়। আর এখন দল ক্ষমতায়। টু পাইস কামাতে হবে না। সব সেক্টরের সবাই কামাচ্ছে, আমরা দূরে থাকব কেন? হক কথা।

এখন এই সূত্র ব্যাবসায়ী বলবে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে তাই জিনিসের দাম বাড়ান দরকার (অবশ্যই যৌক্তিক দামের চেয়ে বেশি), রিক্সাওয়ালা বলবে জিনিসের দাম বেশি তাই আমার ভাড়া বেশি, গেলে চলেন নাইলে ফুটেন। বাড়িওয়ালা বলবে আগামি মাসের দোকান ভাড়া বাড়ালাম পারলে থাকেন নাইলে ফাটেন, হোটেল ব্যাবসায়ী বলবে " ও কাসেম, আইজকা আর খাসির মাংস কিনতে হইব না, পাড়ার নেড়ি কুত্তাডা দিয়া চালায়া দে। ব্যাবসাডা তো বাচাইতে হইব। " ফ্ল্যাট বাড়ির ভাড়াটিয়া নতুন ভাড়ার খবর শুনল। যদি উনি শিক্ষক হন তো বাড়িয়ে দিলেন কোচিং এর সংখ্যা বা কোচিং এর মাইনা।

যদি তিনি সরকারি চাকুরে হন তাহলেতো কথাই নাই, ঘুষের পরিমান যাবে বেড়ে। ঘুষ দিবি না তোর বাপ দিবো। ডাক্তার ভাইরা এই ফাকে রোগিদের টেস্টের পরিমান বাড়িয়ে দিবে, রোগি আবার সুস্থ হয়ে তার পেশা অনুসারে সেই টাকা উসুল করে নিবে। এই ভাবে যে যেভাবে পারে উসুল করে নিবে তার খরচ বৃদ্ধির টাকা। অভিজ্ঞতা বলে এর কোনটাতেই ন্যায়-নীতি,আদর্শ, ধর্মীয় অনুশাসনের বালাই নেই।

যাস্ট একেকদল মগের মুল্লুকের মগ, যা মন চায় তাই করবে, শুধু মাত্র নিজের স্বার্থে। কারন মাথার উপর অভিভাবকের মত বসে আছে একদল রাজনীতিবিদ নামের মগ, যাদের কাজ ক্ষমতায় থাকার জন্য যা করার দরকার তা করা। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে অযোগ্য লোককে তার ক্ষমতার বাইরের স্থান দেয়া, সেই অযোগ্য লোক বিভিন্নভাবে আতাত করে নিজের স্বার্থে আতাতকারিদের স্বার্থ অনুযায়ী স্বিদ্ধান্ত নেয় আর তার ফল অনুযায়ী শুরু হয় অসাধুপনার চেইন রিয়েকশ্যান। আর আমি বা আমরা? আমরা রয়ে যাই আমজনতা হয়ে সবকিছুর তলানিতে। সব খারাপের সবচেয়ে খারাপটা যায় আমাদের উপরে।

আর আমরা বসে থাকি কবে উপরতলার ওস্তাদদের মত ওস্তাদ হব, পারলে তাদেরো ওস্তাদ। আমজনতার একজন হয়ে আমি অপেক্ষায় বসে আছি কবে ওস্তাদ হব, কারন ওস্তাদের মাইর শেষ রাতে। আমার শেষ রাত যে কবে আসবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.