আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিতের মৃত্যুঃ আমাকে আত্মহত্যার প্ররোচনা দেয়!

না আমি কাপুরুষ নই। আত্মহত্যা আমি করতে পারব না। আর্নেস্ট হেমিংওয়ে তাঁর 'The Old Man and The Sea' তে বলেছেন 'Man can be destroyed but can not be defeated' মানুষ ধ্বংস হয় কিন্তু পরাজিত হয় না। যখনই মিডিয়াতে বিশ্বজিতের মৃত্যুর আগমুহুর্তের ছবিটি দেখি যে, জল্লাদদের হাত থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু ওরা তাকে শেষ পর্যন্ত বাঁচতে দিল না।

মৃত্যু নিশ্চিত করে তারপর ক্ষান্ত হয়। হয়তো বলবেন প্রতিদিন এরকম কত খুন, হত্যা হচ্ছে। তার জন্য আমার প্রতিবাদের ভাষা একরকমই কিন্তু বিশ্বজিতের মৃত্যুর দৃশ্য মিডিয়াতে দেখে আমিও একজন সাক্ষী হয়ে আছি। বিশ্বজিত মরে বেঁচে গেছে, কিন্তু আমাদের বেঁচে থেকে মরিতে হবে। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে মরতে হবে।

মৃত্যুতে থামে না উৎসব জীবন এমনি প্রচন্ড, প্রচুর। তাইতো কংশের জলে মুখ ধুয়ে নিরঞ্জন ফিরে আসে, নক্ষত্রের সোনালী আগুনভরা রাতে। ...................... .......................... তবু বৈরী সময়ের বিষ তার সমস্ত তৃষ্ণার মুখে ছড়িয়েছে বিতৃষ্ণার কৃষ্ণপক্ষ ছায়া। তার স্বপ্নগৃহ ভষ্মীভূত হয়ে গেছে দুঃস্বপ্নের খান্ডব দহনে। সে এখন স্বপ্নভষ্ম ছড়াতেছে পৃথিবীর পথে।

('ফিরে এসো নিরঞ্জন'- নির্মলন্দেু গুণ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।