আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিতের একটা প্রশ্ন ছিল

এই ক'দিনে আমাকে তোমাদের চেনা হয়ে গেছে যাকে কেউ চিনতে না সেই আমাকে মিডিয়ার কল্যাণে এখন সবাই চেনে হ্যাঁ , আমি বিশ্বজিৎ । কেমন আছো তোমরা ? আমি এখন বেশ ভালো আছি অন্তত তোমাদের চেয়ে ভালো তোমাদের নিশ্চয়ই খুব ভয় হয় আমার কথা ভেবে ভাবো , কোনদিন না জানি কার এমন হয় ঐ দিন জানো আমার একবারও মরে যাবার ইচ্ছে ছিলো না আমাকে টিভিতে দেখাবে খবরের কাগজে নাম আসবে এটা সবার মতোই স্বপ্ন ছিলো কিন্তু এভাবে নয় আমার যে কি কষ্ট হয়েছিলো ! যতটা যন্ত্রণায় তার চেয়ে বেশি কষ্ট হয়েছিলো মানুষের নিষ্ঠুরতা দেখে ওরা তো আমার মতোই মানুষ ! তবে ? কি করে করে এমন করে ওরা ? এখন আমি ভালো আছি বেশ হাওয়ায় ভেসে বেড়ানো জীবন তবে খুব মাকে মনে পড়ে কেমন আছো মা? তোমার বিশ্বজিৎ ভালো আছে শুধু একটা প্রশ্নের উত্তর নেই তার কাছে উত্তর পেলে আকাশের বুকে পাঠিও মা কি অন্যায় ছিলো আমার ? বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে মাত্র ১ টা প্রশ্ন , কি অন্যায় ছিলো আমার ? ২৯/১২/১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।