sorry vai বিশ্বজিতের নিথর দুটি চোখ
আমাদের কোন অভিশাপ দেয়না আর,
আর বিচারের থালা নিয়ে দাড়ায়না
আমাদের দরজায়।
কেবল একটা লজ্জার মত ঝুলে থাকে
আমাদের নির্লজ্জ ভুখন্ড়ে।
দাসত্বের প্রলেপ পড়তে পড়তে পড়তে
আমাদের যুবকের চামড়া কেমন অসাড় হয়ে গেছে।
আজ আর বৃষ্টি শিহরণ জাগাতে পারেনা
এদের তালুতে,
কারণ চা পাতির কঠোর হাতল
সে অনুভুতি কেড়ে নিয়েছে সম্প্রতি।
কিন্তু আমরা
মানে আমরা বিশ্বজিতেরা
এখনও এই নষ্ট সময়ের আষাঢ়েও
ছাদ ঠেলে উঠে দাড়াই
একটু বৃষ্টি ধরব বলে।
ভয় পাবেন না,
আমরা বিশ্বজিতেরা নিতান্তই অপুরুষ,
আপনাদের এ সময়ের অযোগ্য সদস্য।
ঐ এতটুকো বৃষ্টি বিলাস আছে বলেই এখনও
নির্লজ্জের মত দাড়িয়ে আছি
আপনাদের এই অপূর্ব সময়ে।
আমরা বার বার কথা দিয়েছি
আবারও দিচ্ছি
আমরা বিশ্বজিতেরা কখনই
আপনাদের একচেটিয়া উপভোগ্য
যাদুকরি ক্ষমতার ভাগ বসাতে আসব না,
আসিনা।
আমরা ফুটো ছাদে একটুকরো আকাশ দেখেই সন্তুষ্ট।
আমারা আপনাদের কাম্য কোন কিছুরই ভাগ চাইনা।
আমাদেরকে কেবল শান্তিতে এতটু বৃষ্টিতে ভিজতে দিও?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।