একুশ শতকের মানববিশ্বের পথে হেঁটে যাচ্ছিল এক মানব, জনৈক যুবক, একজন বিশ্বজিৎ শীতের সকালে উষ্ণ রৌদ্র গায়ে মেখে মেখে স্বপ্নকে তার জামা পরাবার স্বপ্নটি এঁকে এঁকে প্রাচীন ঢাকার অচিন মানুষ আনমনে দেখে দেখে দোকানে যাচ্ছিল বিশ্বজিৎ, দর্জিদোকানে, ‘আমন্ত্রণ’-এ প্রতিদিনই যায়, দোকানেই ঠায় দিন কেটে যায় কাপড় কাটে সে খচখচখচ্ কাপড় জোড়ে সে ঘর্ঘর্ঘর্ কাটা-জোড়াতেই জড়ানো জীবন মোড়ানো ভবিষ্যৎ কষ্টে কুড়ানো গুটি ক’টি টাকা, ভাবে আর হাঁটে পথ। দোকানে যাচ্ছিল বিশ্বজিৎ, রোজকার মতো রোজগারে তার কিন্তু সেদিন, দু’ হাজার বারো অব্দের ন' ডিসেম্বর, রোববার নষ্ট রাজনীতি হঠাৎ দাঁড়াল তার পথরোধ করে ভ্রষ্ট রাজনীতি ভীষণ খেপে গিয়ে ধাওয়া দিল তাকে দুষ্ট রাজনীতি তাকে ধরে ফেলল, ঘিরে ফেলল রুষ্ট রাজনীতি লোহার রড দিয়ে বেদম পেটাতে লাগল তাকে খুনি রাজনীতি তাকে কোপাতে লাগল এলোপাতাড়ি রক্তাক্ত বিশ্বজিৎ ঢলে পড়ল, ত্রস্ত বিশ্বজিৎ উঠে ছুটে পালিয়ে বাঁচতে চাইল প্রাণপণ ‘আল্লাহর দোহাই, তোমাদের পায়ে পড়ি, আমাকে মেরো না’ আর্তচিৎকারে বাতাস কেঁপে উঠল, মনুষ্যত্ব মুষড়ে পড়ল তবু দমল না ছাত্রলীগের মতো হৃদয়হীন অন্ধ বধির নিষ্ঠুর ক্রূর রাজনীতি তাড়াতে তাড়াতে পেটাতে পেটাতে কোপাতে কোপাতে মেরে ফেলা হল বিশ্বজিৎকে, মানুষকে, একুশ শতকের রাস্তায় প্রাণরক্ষার দৌড়ে পরাজিত মানুষ ঢলে পড়ে মরে গেল শাঁখারিবাজারের মোড়ে। শীতের সকালে রোজকার মতো দোকানে যাচ্ছিল মানুষ, মানুষের নষ্ট রাজনীতি তাকে মর্গে পাঠাল। বিশ্বজিৎ আর দোকানে যাবে না, স্বপ্ন বুনবে না, গান শুনবে না দিন গুণবে না মা, মায়ের বুকে হাহাকার ডাকবে না ভাই, তার চোখে অন্ধকার দিদি কনে খুঁজবে না, পুষবে দীর্ঘশ্বাস শুধু কলঙ্কিত হয়ে থাকবে বাংলাদেশ কপালে খুনের রক্ত মেখে, দীর্ঘ দীর্ঘকাল। ────── ডিসেম্বর ১০, ২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।