যে দেশে শত শত মানুষের সম্মুখে মাত্র কয়েকজন, একজন মানুষকে (হোক না সে যে কোন দলের/মতের) কুপিয়ে মারতে পারে; সে দেশে মানবতা কোথায় থাকে? সেখানে সাধারণ জনতা, পুলিশ, সাংবাদিক ছিলো ও নিশ্চয়ই ছিলো। যে আমরা আজ সবাই মিলেও একজন বিশ্বজিৎকে বাঁচাতে পারিনি, হয়তো কাল আমরা ও কোথাও আক্রান্ত হবো কোন ক্ষমতাসীন কসাই এর নাঙ্গা চাপাতির মুখে। আমরা ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত ও কি পারে না এসব ক্ষমতাসীনদের হাত ভেঙ্গে দিতে ? আমি তার বাবা মাকে বলবো যে ছেলে আপনার জীবন্ত মানুষ কুপিয়ে হত্যা করতে পারে তাকে ত্যায্য পুত্র করুন। আমি অবাক হবোনা হয়তো একদিন ওই চাপাতি হাতের ছেলেটি আমাদের সংসদে বসবে এমপি মন্ত্রী হয়ে। হয়তো স্বরাষ্ট্র মন্ত্রনালয়ই পাবে সে। আর আমরা সুবিচারের জন্য তার দফতরের বাইরে দিনের পর দিন বসে থাকবো। হায়রে বাঙ্গালী, হায়রে বাংলাদেশী, হায়রে ৭১, হায়রে স্বাধীনতা !--------হেডস অফ আমাদের গণতন্ত্র !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।