পূণ্য-শুদ্ধের মা,
তুমি আর আমি আর আমাদের সন্তান,
এই আমাদের পৃথিবী।
তুমি সুর আমি কথা, মিলে মিশে হই গান,
এই আমাদের পৃথিবী।
অঢেল ভালবাসা, সহানুভুতি, সহমর্মিতা, বিশ্বাস, হাসি আর আনন্দের মাঝে পথ চলা; শত ঝড়, ঝঞ্ঝা, দুঃখ, ব্যাথা, অভিমান ও ঝগড়ার পরেও অবশেষে আপোষ রফা হওয়া; শত কষ্টেও দুজন দুজনার পাশে থেকে প্রেরনা যুগিয়ে পথ চলার দশ দশটি বছর আজ পূর্ণ হবার শুভেচ্ছা।
পূণ্য-শুদ্ধের বাবা।
১৫-০৫-২০১১
-----------------------------
১)
দিদি ভাই পূণ্য (০৫.০৬.০৫) ও ছোট্ট দাদু শুদ্ধ (০১.০১.১১)
২)
৩)
আমরা সবাই। পূণ্য-শুদ্ধের মা,
তুমি আর আমি আর আমাদের সন্তান,
এই আমাদের পৃথিবী।
তুমি সুর আমি কথা, মিলে মিশে হই গান,
এই আমাদের পৃথিবী।
অঢেল ভালবাসা, সহানুভুতি, সহমর্মিতা, বিশ্বাস, হাসি আর আনন্দের মাঝে পথ চলা; শত ঝড়, ঝঞ্ঝা, দুঃখ, ব্যাথা, অভিমান ও ঝগড়ার পরেও অবশেষে আপোষ রফা হওয়া; শত কষ্টেও দুজন দুজনার পাশে থেকে প্রেরনা যুগিয়ে পথ চলার দশ দশটি বছর আজ পূর্ণ হবার শুভেচ্ছা।
পূণ্য-শুদ্ধের বাবা।
১৫-০৫-২০১১
-----------------------------
১)
দিদি ভাই পূণ্য (০৫.০৬.০৫) ও ছোট্ট দাদু শুদ্ধ (০১.০১.১১)
২)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।