‘কন্টাক্টমিউজিক’ এর খবর অনুযায়ী, সম্প্রতি সিনেমাটির পরিবেশক কোম্পানি ‘আই এম গ্লোবাল’ জানিয়েছে সিনেমাটিকে আগামী বছরের কান চলচ্চিত্র উৎসবে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অ্যান্থনি হপকিন্স।
‘গট্টি: ইন দ্য শ্যাডো অফ মাই ফাদার’ সিনেমাটির মূল চরিত্রে ট্রাভোল্টা চুক্তিবদ্ধ হয়েছিলেন ২০১০ সালে। ওই সময় লিন্ডসে লোহান এবং জো পেসির থাকার কথা ছিল অন্য চরিত্রগুলোতে। ‘দ্য নোটবুক’খ্যাত পরিচালক নিক ক্যাসাভেতেস চুক্তিবদ্ধ হয়েছিলেন পরিচালনার দায়িত্বে।
পরে ২০১১ সালে ক্যাসাভেতেস এবং পেসি, দুজনেই সিনেমাটিতে কাজ করার ব্যাপারে অপারগতা জানালে এবং লোহানের সঙ্গে কিছু সমস্যার সৃষ্টি হওয়ায়, অনেকেই ভেবেছিলেন সিনেমাটি আর নির্মাণ করা হবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।