আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার রিকসা...

নির্ভেজাল সত্যি কথা...

একখান কতা কই। ব্লগের উচু উচু চিন্তার ভাবুক ভাবুক বুঝদার মাইনষেরা কষ্ট লইয়েন না। আমি একখান সাধারণ মানুষ মনের কষ্ট থেইক্যা কতাগুলান লিকতাছি। লিবিয়া, মিশর সহ পুরা মিডলইষ্টে বড় গন্ডগোল লাইগ্যা গেছে। হেইডার কারণ আর যাই হউক না কেন মূলে তো মাইনষের কষ্ট।

মাইনষে আর কত সহ্য করবো? চাকরী নাই, সুবিধা নাই। যাউকগা.....বাংলাদেশের অবস্থাডা কি কন তো?? না...আইজকা চাকরী লইয়া কতা কওনের লাইগ্যা লিখতে বই নাই। আইজকা ঢাকা শহরের রিকসা লইয়া কতা কইবার মুন চাইত্যাছে। আমাগো স্যার গো বড় তেল অইছে। হ্যারা কুনোখানে যাইবার চায় না।

ভাড়ার কতা তো বাদই দিলাম। এর মইদ্যে আবার আমাগো পুলিশ ভাইজানেরা থুইছে রাস্তা বন্ধ কইরা। রিক্সাওলাগো যে দুষ দিমু তাও তো দিবার পারিনা। আমার বাসাখান ভাইজান মৌচাক এলাকায়। এইখান থেইক্যা যে শাহবাগ বা নীলখেত যামু হেই উপায় ও নাই।

কাকরাইলে রিক্সা ঢুকবার দেয় না। হাইকোর্টের পরে আবার দোয়েল চত্বরে যাইতে মনে অয় কি ঝামেলা লাগাইয়া থুইছে। হের লাইগ্যা রিক্সারে পুরা গুলিস্তান ঘুইরা যাওন লাগে। ২০ ট্যাকার ভাড়া হেরা তো ৫০ ট্যাকা চাইবই। তয় হালাগো তেল আছে।

দ্যাশে গাড়ির তেলের দাম বাড়লে কি অইছে, লগে লগে হেগো গতরের তেলের দামও বাইরা যায়। মাঝে মুইদ্যে তো হেগো উপরে রাগ কইরা হাইট্যা যাইগা। কিন্তু লগে জিনিসপাতি থাকলে হাটন কষ্ট অইয়া যায়। ঢাকা শহরের যেমুন অবস্থা পুরুষ মানুষই চলবার পারে না ঠিক মতো, মাইয়া মানুষের কতা আর কি কমু। হেরা তো বাধ্য অইয়া বেশী ভাড়ায় রিক্সায় উডে।

আর হালারাও পাইছে মজা। পোলা মানুষ দেখলে হালারা যাইবারই চায় না। বেশী ভাড়া চাইয়া মাইয়া মানুষরে লইয়া যায়। ভাড়ার কুনো ঠিক ঠিকানা নাই বইল্যা হেই বেশী ভাড়া এক সুমায় ন্যায্য ভাড়া অইয়া যায়। কি আর কইবাম।

মাইনষের রুজগারই কতো দিনে। ভাড়া দিয়া যদি পকেট খালি অইয়া যায় তাইলে তো আর খাওন লাগতো না। আমার মতো বেকার মাইনষের কতা বাদ দিলাম। হের লাইগাই তো দেহেন না...রাস্তাঘাটে সবার কেমুন মাতা গরম। দেইখা মনে অয় সব গুলান মানুষ এক একটা রাইক্কস।

চোখ দেইখা মনে অয়..এই মনে অয় আইল খাইতে। কাউরে কুনো কিছু কওনের উপায় নাই...ফাল পাইরা উঠবো। হেগোরে কি দুষ দিমু??? আমাগো দেশের বড় বড় মাথার মাইনষেরা চাইরকুনা টেবিল, গুল টেবিলে বইয়া কত আলুচনা করে। হেরা তো সব ফ্রিজের লাহান ঠান্ডা গাড়িত বইয়া বইয়া ঢাকা শহরের রূপ দেইখা তাজ্জব অয়। রিক্সা লইয়া তাগো আলুচনা করার সুমায় কই।

হেরা রিক্সা কেমনে বন্ধ করবো হেই চিন্তায় আছে। তাইলে হেগো গাড়িগুলান চলতে একটু সুবিদা অয়। কিন্তু সাধারণ মাইনষের তো ঐ একখান গাড়ি। রিক্সাগাড়ি। ভাইরে কি আর কইবাম দুখের কতা...ঢাকা শহর অহন আর সাধারণ মাইনষের লাইগা নাই...চলেন গেরামে যাইগা।

গিয়া হাস-মুরগী পালি। সুখে থাকবেন, এইখান কইতে পারি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।