আমাদের কথা খুঁজে নিন

   

কলিগের সিএনজি থেরাপি

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

চইলা যাই, ইফাতরির সময়ে একমাত্র সিএনজিওয়ালাদের এপয়নমেন্ট পাওয়া যায়! একমুঠ মুড়ি যার ভেতরে কমপক্ষে তেত্রিশপদের ইফাতারি রয়েছে মুখের মধ্যে ছেড়ে দিয়ে কলিগ বললো। হু হু। আমরা মাথা নাড়ি। কোথাও যেতে হলে ইফতারির সময় বেস্ট। কলিগ বললো, অফিসে আসার সময় কি হয়েছে জানেন? মুড়ি মুখে নিয়ে বত্রিশ দাতে সেগুলো সাবাড় করতে করতে জানতে চাই, কী! কলিগ বলে, তেজগা থেকে পান্থপথ আসতে এক বেটা চাইছে দেড়শটাকা! আমি শুইনা কইলাম, ভাইজান - এমন ভাড়া চাইলে প‌্যাসেঞ্জাররা মনে মনে ড্রাইভাররে শুয়োরের বাচ্চা বইলা গালি দেয়! হাসি চাপতে গিয়ে একজনের মুখ দিয়ে কয়েকটা মুড়ি ছিটকে বেরিয়ে গেলো। কলিগ বলে চলে, বেটা, দরজা খুইলা বাইরাইতে বাইরাইতে কয়, আপনে কি কইলেন! পুরা মারদাঙ্গা অবস্থা! আমি কই - ভাইজান, গালি তো সামনাসামনি দেয় না, মনে মনে দেয়!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.