গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
গত বৃহস্পতিবার ০৫-০৮-২০১০ তারিখে রিকশায় আব্দুল গণি রোডের মথায় আমার রিকশা সিগনালে পড়ে। সামনেই একটি ট্যাক্সি ক্যাব। তাকিয়ে দেখি চার লাইনের একটি সাহিত্য কর্ম।
সিএজি অটো ক্যাব-বাহন আমি ক্ষুদ্র
আমার যাত্রী শিশু-নারী, যুবক ও বয়োবৃদ্ধ।
পেছনে ইঞ্জিন নিয়ে ঘুরে বেড়াই সারা দেশ
একটুখানি ধাক্কা লাগলেই তাদের জীবন শেষ।
অল্প সময়ে দেখা কবিতাটি। ভুল্ও হতে পারে। তবে আমার ভালো লেগেছে। আর জানতে ইচ্ছে করছে কার কাব্যরসের স্রোত বেয়ে সিএনজি অটো ক্যাবের এই আবেদন এভাবে প্রকাশ পেয়েছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।