আমাদের কথা খুঁজে নিন

   

প্রধান বিচারপতি বনাম আইনমন্ত্রী

স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই...
বিচার বিভাগের কাজ ও আদালতে মামলার জট নিয়ে শনিবার বিচার বিভাগের কড়া সমালোচনা করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। একই অনুষ্ঠানে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করে তাকে অন্যের সমালোচনার আগে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, বিচারবিভাগ হাত-পা বেঁধে সাঁতার কাটার মতোই স্বাধীনতা পেয়েছে। শনিবার রাজধানীর কাকরাইলে বিচারপতিদের জন্য তৈরি নতুন বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই আইনমন্ত্রী মামলার জটসহ বিচার বিভাগের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিচারপতিদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ২০০৭ সালের নভেম্বরে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু তার পরে এতটুকু অগ্রগতিও হয়নি। আইনমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ নিরসনে বিচার বিভাগ আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমার জানা নেই।

এ অবস্থা চলতে থাকলে বিচার ব্যবস্থা অচিরেই ভেঙ্গে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আইনমন্ত্রীর কড়া সমালোচনার জবাবে বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, বিচারবিভাগ হাত-পা বেঁধে সাঁতার কাটার মতোই স্বাধীনতা পেয়েছে। সুপ্রিম কোর্টের জাজ সাহেবদের গাড়ি নেই রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি ঠেলতেও হয়.. এটা কি আইনমন্ত্রী জানেন?’ আরো পড়ুন...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.