আমাদের কথা খুঁজে নিন

   

শেরেবাংলা নগরে সড়ক দখল!

ভালো আছি ভালো থেকো
নদী খাল বিল ও খাস জমি দখলের ঘটনা অতিপরিচিত। প্রতিনিয়ত এসব ঘটনা আমাদের চারপাশে ঘটছে। তবে এবার ব্যতিক্রম দখলের ঘটনা ঘটেছে রাজধানীর শেরেবাংলা নগরে। চলমান সড়কের মালিকানা দাবি করে সড়ক বন্ধ করে দিয়েছেন পশ্চিম কাফরুলের এক প্রভাবশালী দখলবাজ। জানা গেছে, এলাকায় জাতীয় পার্টির নেতা বলে পরিচিত হাসান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হাসান উদ্দিন আহমেদ এ সড়কটি বন্ধ করে দখলে নিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, পশ্চিম কাফরুলের ২৩৮ নম্বর রোকেয়া সরণির হাসান ফিলিং স্টেশন সংলগ্ন শ্যামলী, পীরেরবাগসহ আশপাশের এলাকায় যাতায়াতের সড়কটির ঢোকার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। মাটি ফেলে উঁচু ঢিবি করা হয়েছে। ফলে সড়ক দিয়ে চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। ঢাকা ওয়াসার স্টমস্যুয়ারেজের কাজ শুরু করলেও তা বন্ধ করে দিয়েছেন ওই দখলদার। এ বিষয়ে জানতে হাসান উদ্দিন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

তবে হাসান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মিজানুর রহমান এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সড়কের জায়গাটি হাসান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর। ওই জায়গায় কয়েকটি দোকানঘর ছিল। ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হাসান উদ্দিন আহমেদ দেশের বাইরে থাকাবস্থায় গণপূর্ত বিভাগের কর্মকর্তারা তা উচ্ছেদ করে সড়ক তৈরি করে। এ নিয়ে মামলা চলছে। আদালত যে রায় দেবে তা মেনে নেওয়া হবে।

আদালতের রায়ের আগে সড়ক বন্ধ করা হল কেন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। খোঁজ নিয়ে জানা গেছে, ওই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতেন। দশ বছর ধরে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) তালিকায় ওই জায়গাটি সড়কের। হঠাৎ করে সড়কটির ব্যক্তিমালিকানা দাবি করে বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী হতভম্ব। দখলদার প্রভাবশালী হওয়ায় কেউই তার ব্যাপারে মুখ খুলছেন না।

রোকেয়া সরণি থেকে যারা এ সড়ক দিয়ে যাতায়াত করতেন তাদের এখন শ্যামলী ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তা গোলাম সাদেক অভিযোগের সুরে বললেন, ভাই কোন দেশে বাস করছি। চলমান সড়ক দখল হয়ে যাচ্ছে। প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি।

ওয়াসার কাজে যেন বাধা সৃষ্টি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয়েছে। দ্রুত সড়কটি দখলমুক্ত করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান। ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে কিছু জানেন না বলে জানান তিনি। সূত্রঃ View this link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.