আমাদের কথা খুঁজে নিন

   

শেরেবাংলা নগরে কিছুক্ষন , যেখানে যেমন



গিয়েছিলাম শেরেবাংলানগর , সময় বিকেল ৬ , ৩০ স্টেডিয়ামের সামনে একটা জটলা , দিয়ে দেখি এক সিএঞ্জি রিক্সা এবং অনেক লোক দ্বারীয়ে , বিষয় কি । আরে ভাই সিএঞ্জির ব্যাটারি ব্রাস্ট , তা কেন হল ; ভাই বেশি ঘরম তো তাই । কারও ক্ষতি হয়নি তো । না , শুধু আমার লুঙ্গি পুইরা গেছে । ।

আমার রিক্সা ওয়ালাকে বললাম সামনে একটা দোকান , এবং বরই গাছ দেখা যাচ্ছে , এখানেই একটু জীরাই । । অনেক ছেলে মেয়েদের দেখলাম রাস্তায় খেলা করছে , একটা ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে আমার পায়ে এল । একটা ছোট ছেলে আমার নিকট এসে মুচকি হাসি দিয়ে বলল , স্যার খেলবেন , আমি ওকে সাহস দিলাম বেশ বাবু সুন্দর খেলা একেবারে শাকিব খানের মত । ।

একটা হাসি ছুড়ে বলটা হাত ঘুড়িয়ে ছেড়ে দিল , পড়ল গিয়ে এক মেম সাহেবের বুকে , ব্যাথায় কুঁচকে রইল কিছুক্ষন আর বাবুটি বোকা হয়ে ছেয়ে রইল অবাক হয়ে । । চা এলে চা পান করে আবার গন্তব্য ছুটা । । আসলেই দুনিয়াটা এক আচানক , মুহূর্তে কত ঘটনার যে জন্ম হয় তার খবর কে রাখে ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.