আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো মাইক্রোব্লগিং...

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
# উঠতি মডেল ববি (ইংরেজীতে Bobby পড়তে কেমন কেমন জানি লাগে!) সম্প্রতি ব্যাংককে ওয়ালটন টিভির একটি এ্যাড করে খুব উচ্ছসিত। তিনি বলেছেন ওয়ালটনের মিজানুর রহমানের সহায়তা ছাড়া এটা সম্ভব হত না। মডেলিংয়ে-অভিনয়ে ক্যারিয়ার গড়তে হলে নানা ধরণের সহায়তা দেয়া নেয়া করতে হয় এটা নিশ্চয়ই সবাই জানেন? # খালেদা জিয়াকে বাড়ী থেকে বের করে দেবার পর তার ড্রয়ারে কি ধরণের জিনিষপত্র পাওয়া গিয়েছিল সেটা নিয়ে বাংলাদেশ টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্টের সাথে সাথে আমাদের সরকার পন্হী ব্লগারাও ভীষণ উত্তেজিত হয়ে গিয়েছিলেন। আজকের পত্রিকায় এসেছে মার্কিন বাহিনীর হাতে নিহত ওসাম বিন লাদেনের বাসাতেও নাকি এইরকম বিপুল পর্ণের গাট্টি পাওয়া গেছে, এবং সেগুলো ডিজিটাল। কিন্তু সাংবাদিকরা ঠিক বুঝতে পারছে না এগুলো সেখানে কি করে গেল?? Reports from Abbottabad have said that bin Laden's compound was cut off from the Internet or other hard-wired communications networks. It is unclear how compound residents would have acquired the pornography. # পিরোজপুরের ভান্ডারিয়ার রিক্সাচালক বালক জাকির হোসেন এক বেলা রিক্সা আর অন্য বেলা স্কুল যেত।

বাণিজ্য বিভাগে এই ছেলেটি এইবার জিপিএ ৫ পেয়েছে উপজেলার শিয়ালকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে। ফলাফলের আনন্দে জাকির তার মা মাকসুদা বেগমকে নিয়ে সারা শহর ঘুরে বেড়িয়েছে। # বৌ আমার সাথে ঝাড়া-ঝাড়ি করে গত ৪ বছর ধরে ডাউনলোড করা আমার মুভি ফোল্ডার মুছে দিয়েছে। ৭ বছরের প্রেমের পর বিয়ের বয়সও প্রায় ৭ বছর। এখনও নারী চিনলাম না।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।