দ্রোহের আগুনে উঠুক জ্বলে
চাইছি ছুঁতে শুধুই তোকে
হাতটা পুড়ে ছাই
ভুলের রাজ্যে ঠুনকো সবই
ভাঙ্গা মনের ঠাই ।
দেথবো তোকে নয়ন মেলে
ঘনায় আঁধার গহীন
নেই তুই তাই চারপাশেতে
স্বপ্নে শুধু লীন ।
আঁধার জমে মনের ঘরেও
রাখিস কি তার খোঁজ
দিনের পরে রাতটা জমে
বাড়ছে ব্যাথা রোজ।
বিকেল বেলা দীঘির জলে
একলা খুঁজি ছায়া
রোজ সেখানে ফুল দোপাটি
বাড়ায় খোঁপার মায়া।
মায়ায় মায়ায় জীবন ভরে
তোর চোখেতেও জল
বাসছি রোজই আরো ভাল
বাড়ছে প্রতি পল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।