আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো

..............জানেত চাই জানাতে চাই..................

জলকণা যেমন জলরাশির অবিচ্ছেদ্য অংশ, তাঁরা যেমন আকাশের, স্বপ্ন তেমনি মানুষের। মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের জাল বুনে, ভালবাসা, মমতা আর পরম য্ত্ন নিয়ে। কখনও কখনও হৃদয় বিদীর্ন করে স্বপ্নের জালখানি ছিড়ে যায় ঠুনকো কাটার আঘাতে। তারপর.................... কেউবা ছেড়া জালটি হাতে নিয়ে চোখের জলে ভিজিয়ে ভিজিয়ে কাটিয়ে দেয় জীবনের বাকীটা সময় । কেউবা জালটি মেরামতের ব্যর্থ চেষ্টায় হাত করে ক্ষত বিক্ষত, রক্তাক্ত। কেউবা আবার বিদীর্ন হৃদয় মেরামতে, নতুন করে নতুন বুননে, গড়ে আবার নতুন জাল ছিড়বেনা এই আশায়.......। কে যে কি বুঝে? কোখায় কেন সুখ খুজে? আমি নাকো জানলাম। এটাই জীবন এভাবেই যায় এটাই কী বুঝলাম...?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।