সংশোধনের চেষ্টায় আছি এভাবেই ভুগছি আমরা আজ অস্ত্বিত্বের সংকটে , দেশ থেকে দেশান্তরে যাযাবর এর মতো ঘুরে বেড়াচ্ছি । যাদের দেশ তারা আছে গর্বে , আর আমরা তাদের গর্বটা দেখি আর ভাবি আমিও তো এই দেশের একজন, পরক্ষণেই লজ্জায় ডুবে যাই । কেন ডুবব না? আমার মায়ের দেশে চষে বেড়ায় কিছু রক্তচোষা, আর অনেক অতীশয় নিরীহ মানুষ। মানুষ গুলো এই রক্তচোষা গুলোর কাছে নিজেকে অকাতরে বলী দিচ্ছে তার ভবিষ্যর কথা ভেবে। যাকনা , একটু রক্তই নাহয় গেল তারপরো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অথবা বাচবই বা আর কতদিন? কী দরকার এদের ঘাটানোর? নিরীহ মানুষ গুলো আরো ভাবে, আমরা পারিনি তো কি হয়েছে?আমার সন্তানই একদিন এই ঘুণে ধরা সমাজটাকে চকচকে মেহগনী কাঠের ভিত্তিতে দাড়া করাবে , যেখানে থাকবে শুধুই সুখ আর সুখ। এভাবে তারা ভাবে , ভাবতেই থাকে। নাহ তাদের এই ভাবনায় নেই কোন উদ্বীগ্নতা! বাস্তব জীবনটাই অনিশ্চয়তায় ভরা , অবাস্তব ভাবনাও যদি হ্য় 'না বোধক'.........(আরেহ!) বেচে থাকার জন্যও তো একটা অবলম্বন লাগে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।