© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
কাল রাতে বেশ মজার ব্যাপার হয়েছে। একজনের সাথে কথা বলছিলাম ফোনে। কখন যে ঘুমিয়ে পড়েছি... মনেও নেই। কিন্তু স্বপ্নেই কথা বলে যাচ্ছিলাম। অনেকক্ষন কি সব এলোমেলো কথা বললাম মনেও নেই হঠাৎ ঘুম ভেঙ্গে দেখি ফোন হাতে নেই.. অনেক খুঁজে শেষ পর্যন্ত ফোন পাওয়া গেল আমার কাছ থেকেও অনেক দুরে... কনফিউজড হয়ে গেলাম আমিই কি কথা শেষ করে রাখলাম নাকি ঘুমের ঘোরে... আমার রুমে অন্য কারো প্রবেশ করার কথা নয়.. সুতরাং ব্যাপারটা বেশ গোলমেলে ঠেকলো।
যাই হোক, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো জীবনে এরকম এলোমেলো অনেক ঘটনা আছে। সেসব মাঝে মাঝে মনে পড়ে গেলে বেশ মজা পাই। আজ সকালে মুড অফ ছিলো মোটামুটি। এক বন্ধুর ছোট ভাই (বর্ষন) আসলো আমার ফ্রি কনসালটেন্সিং সার্ভিস নিতে... আমার বন্ধুর ছোট ভাইগুলোর ধারনা আমি কিছু একটা সামথিং.. আসলে তো গুড ফর নাথিং..
তো বর্ষনের সাথে কথা বার্তা শেষ করে তার এমপি থ্রি ল্যাপটপে লাগিয়ে দেখি ভাইরাস ভর্তি হয়ে আছে।
সুতরাং দিলাম ফরমেট করে। ফরমেট করেই মনে পড়লো এটাকে তো আর খালি ফিরিয়ে দিতে পারি না.. সুতরাং আমার এমপিথ্রি ড্রাইভে একটা সার্চ চালাতে হলো। ৫১২ মেগা প্লেয়ার। বেষ্ট ফোল্ডার থেকে বেছে বেছে গান ঢুকাচ্ছি.. সেই ফাঁকে এক দুই লাইন করে শুনে নিচ্ছি..... ইদানিং গান খুব একটা শুনা হয় না.. আজকে হটাৎ প্রিয় সেইসব গান শুনে অনেক পুরানো দিনের অনেক কথা মনে পড়ে গেলো। সব এলোমেলো দিনগুলোর এলোমেলো মিষ্টি-তিতু গল্প..... সেই থেকেই 'এলোমেলো দিনগুলো' বিভাগটা খোলার ইচ্ছেটা জাগলো ব্লগে.....
হয়তো এখানে আমার কিছু এলোমেলো দিনের কথা লিখবো....
রবীন্দ্রনাথের শেষের কবিতার আবৃতি শুনছি আর দুটো ওয়েবের কাজ করছি...... আবৃতির ফাঁকে বাঁজছে ...
"ভাল বেসে সখি নীভৃত যতনে আমার নামটি লেখ তোমার মনের মন্দিরে...
ভাল বেসে সখি......"
বেশ নষ্টালজিক... তবে একটু অন্যরকম... কিরকম, সেটা হয়তো পরে কখনো লিখবো........
---
লেখা হয়েছে 'এলোমেলো দিনগুলো' বিভাগে (সামহোয়্যারের পুরানো যেসব ফিচার মিস করছি, তার ভেতর এটি একটি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।