আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো কথপোকথন

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

: অদ্ভুত এ জীবন, তাই না? : অদ্ভুত বলছো জীবনটাকে, জীবনে এমন কি দেখলে? : শুধু জীবন কেন? অদ্ভুত তুমি, অদ্ভুত আমি, অদ্ভুত আমাদের সম্পর্কটা যেন! : দূর্ ছাই! কি অদ্ভুত রোগে ধরলো তোমায়, "অদ্ভুত" ছাড়া কোনো কথা নাই? : সেটাই তো বিস্ময়, বুঝলে না হায়, কত কিছু লুকিয়ে এসব কথায়! : যেমন? : অদ্ভুতুড়ে এসব কথায়- সারমর্ম বুঝে নেয়া বড় দায়; তারপরও অনেক কথা বলে চলি শুধু ইশারায়। : কেমন এসব তোমার কথপোকথন? সুস্থ আছো তো তুমি? আছো তো চেতন? : জ্বি, জ্বি, ভালো আছি- বেশ আছি, বেশ; সুস্থ তো বটেই, নেই পাগলের রেশ! : ওমা! তুমি দেখি মাইন্ড-ও করো! আরে..একি! রাগ করছো যে বড়! : উদাসী মন আমার, ভাবি এলোমেলো সব- আর তা নিয়ে তোমার এত কলরব! : শোনো.. তুমি রাগ করো কেন? তোমার এ স্বভাবকেই ভালো লাগে, জানো? : অদ্ভুত সত্যি মেয়েরা বটে, এই বলে পাগল- আর এই ভালো লাগে! : মেয়েরা কি চায় বুঝবে না তুমি, দার্শনিকের এতো বুঝে কাজ কি? : দার্শনিক বলে করছো কি হেয়? দার্শনিক নই আমি- এটা জেনে নিও। ভাবুক মন আমার ভাবি কত কি যে, কেন অপবাদ দাও শুধু মিছে মিছে? : ভাবুক হও তুমি, আর তোমার ঐ মন- ভাবনাগুলো একই সব, যেমন-তেমন! : আবেগগুলোর বুঝি কোনো দাম নেই? ভেতরে কঠিন তুমি- কোমল বাইরেই! : বন্ধ করো এসব আবোল-তাবোল, কেন করছো অহেতুক শোরগোল? : তর্ক-কে শোরগোল বলছো তুমি? সত্যিই অদ্ভুত তোমর মেন্টালিটি! : অদ্ভুত আমি! আমার মেন্টালিটি! রেখেছো কি বাকি আর, বলো দেখি শুনি? : শুনতে যা চাও- তার সবটুকু বাকি, শুনবে না যা- তা-ই আগে বলে রাখি। : এত অদ্ভুত ছেলে কেন তুমি বলো! : অবশেষে তোমাকে মানতে তো হলো? তুমি অদ্ভুত - সে প্রমাণও করে দেবো, চলো!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।