আমাদের কথা খুঁজে নিন

   

তথাকথিত গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড সম্পর্ক ও একটি ফিজিক্যাল রিলেশনের পরিনতি(একটি নারী কল্যাণমূলক পোষ্ট)

আমি তোমার পথ চেয়ে ঠায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার শাখা-প্রশাখা গজাবে, আমি বৃক্ষমানব হয়ে যাবো তবুও আমি অধৈর্য্য হবো না... ... ...

আমার কয়েক ফ্রেন্ডকে জিজ্ঞাসা কর্লাম যে গার্লফ্রেন্ডকে বিয়ে করবি নাহ? অনেক মজার মজার উত্তর পাইসি। কেউ বলছে, প্রেম করি শুধু ভাল সময় কাটানোর জন্য, মজা করার জন্য ইত্যাদি। কেউ বিয়া করার মত সদনিয়ত পোষণ করে না বললেই চলে। গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনে যেই সমস্যা হয় যে, এই সময়টাতে দু'জনেই খুব ইমোশনাল থাকে। যার করণে মনে করে একে অন্যের জন্য জীবন দিয়ে দিবে এমন কিছু।

একে অন্যকে ছাড়া কিছুই চিন্তা করতে পারে না। ফলশ্রুতিতে অনেকেই ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে যায়। পরে যখন ব্রেক আপ হয়ে যায় বা কোন কারণে বিয়ে না হলে সবচে বেশি ক্ষতিগ্রস্থ হয় মেয়েটিই। অনেকেই হয়তো আত্নহত্যার মত ঘটনাও ঘটিয়ে ফেলে কোন পথ খুজে না পেয়ে। যা অনাকাঙ্খিত এবং একটা ফ্যামিলির জন্য অনেক কষ্টের কারণ একটা মেয়ে/ছেলেকে ভার্সিটি পর্যন্ত নিয়ে যেতে অনেক ত্যাগ-তিতিক্ষা করতে হয় বাবা-মাকে।

তাই আমি বিশেষ করে মেয়েদের সাজেস্ট করবো যে বিয়ে পূর্ববর্তী সময় যাতে তারা কোন ছেলের সাথে রিলেশনে না জড়ায় আর যদি অলরেডি জড়িয়ে গিয়ে থাকে তাহলে ফিজিক্যাল রিলেশন পর্যন্ত যাতে না যায়। কারণ আপনি যদি অনেষ্ট থাকেন তাহলে আমাদের মত অনেষ্ট লোকেরা আপনাদের ঠিকই খুজে বের করে নিবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.