সাধারণেই আমি অসাধারণ
আমি আমার ডেস্কটপ এ স্যামসাং DVD player+Writer ব্যবহার করছি। কিন্তু গত ২দিন ধরে কোন DVD, DVDrom এ ঢুকালে, DVD rom তা পায় না, আর পেলে DVD তে প্রবেশ করতে গেলে কম্পিউটার hang করে। PC restart করলে যদি DVD rom এ কোন disk থাকে তাহলে Boot er জায়গায় এসে hang হয়ে থাকে। পরে disk বের করে নিলে pc থিকমত run করে।
এ সমস্যা কেন হয়? আমার DVDrom কি নস্ট হয়ে গেছে?
সমাধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।