মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
বাজার নিয়ন্ত্রণ। বাণিজ্যমন্ত্রী বলেছেন রমযান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে তিনি পুরাপুরি সফলভাবে ব্যর্থ হয়েছেন।
কিন্তু দুঃখের বিষয় হলো মুক্তবাজার অর্থনীতিতে কোনো কিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।
এ কথা তিনি কি ভাবে ভুলে গেলেন, আমি বুঝে উঠতে পারছি না। তিনি কি অর্থনীতি ভালো করে বুঝেন না।
মুক্তবাজার অর্থনীতিই হলো সকল দুর্নীতির মূল উৎস। উৎপান করবে একজন আর ভোগ করবে অন্যজন। কৃষক-শ্রমিক-মেহনতি উৎপাদন করবে আর ভোগ করবে কিছু দালাল, সুয়োরের দল।
যেখানে রাষ্ট্রযন্ত্র শ্রম শোষণের পক্ষ্যে থাকে। এই রাষ্ট্রযন্ত্রের পেটুয়া বাহিনী উৎপাদকে পেটাবে। কি মজার অর্থনীতি?
ইহার নাম মুক্তবাজার অর্থনীতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।