আমাদের কথা খুঁজে নিন

   

ইহার ই কি নাম দেশপ্রেম???? !!!!!

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ফেব্রুয়ারী মাস চলছে , সেই সাথে চলছে বিশ্বকাপ ক্রিকেট । সারা দেশ এখন দেশপ্রেম এর চোটে কম্পমান । যারা মাত্রাতিরিক্ত দেশপ্রেমী তারা আবার বলছেন- পাকিস্তান দল কে সাপোর্ট করলে সে রাজাকার ,আর তারা সাপোর্ট করেন না কারন তারা দেশপ্রেমী ।

মুক্তিযুদ্ধের চেতনা উপচায়ে পরে ফেব্রুয়ারী মাস এ । তখন বাংলা ভাষার জন্য কান্নাকাটি ,আর চেতনা উপচায় যখন শুরু হয় ক্রিকেট । যাই হোক ,বেশ ভালো । আমরা এরকম বঙ্গসন্তান পেয়ে গর্বিত । কিন্তু বছরের বাকি ১১ টি মাস যে দেশ টা দুর্নীতি আর অপসংস্কৃতি দিয়ে ধর্ষিত হয় , তখন আমাদের দেশপ্রেম কই থাকে ??? আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে সারাদিন বসে থাকলাম ,একে ওকে ঘৃণা করলাম, আর দেশটাকে শেষ হয়ে যেতে দিলাম ।

কি লাভ এই আলগা দেশপ্রেম এর তাইলে ??? যারা দেশ এর জন্য জীবন দিয়েছে তারা আজকের এই বাংলাদেশ এর জন্য জীবন দেয়নি । তারা যদি জানতেন ,যে দেশ টার এই অবস্থা হবে ,লোকজন শুধু মুখে বড় বড় দেশপ্রেম এর বুলি ছাড়বে আর দেশটাকে ধর্ষিত হতে দিবে ,তাইলে তারা কি করতেন ??? জীবন দিতেন ??? অন্তত ৩০ লাখ শহীদ এর জীবনকে একটু সম্মান দিন । তাদের আত্মত্যাগ সফল হবে তখন ই যখন আপনিও পারবেন সত্যিকার ভাবে দেশ এর জন্য কিছু করতে । মুখের বুলি ,কিনবা একে ওকে সাপোর্ট না করাটাই প্রকৃত দেশপ্রেম না । আমি আপনাকে বলছি না কোন দল কে সাপোর্ট করতে ।

আপনি ঘৃণা করতেই পারেন । ঘৃণা করা আপনার মৌলিক অধিকার । সেই অধিকার খর্ব করার ক্ষমতা কোন মানুষের ই নেই । কিন্তু দয়া করে এটা বলবেন না যে আপনি ই প্রকৃত দেশপ্রেমী কারন আপনি ঘৃণা করেন । প্রকৃত দেশপ্রেমী বাংলাদেশী আপনি নন ,আমিও নই ।

আমরা কেউ ই নির্ভুল নই । আমি ,আপনি প্রকৃত দেশপ্রেমী হলে দেশটার আজ এই অবস্থা হত না । যে জিনিস অন্তরে নাই তা মুখে বলে কি লাভ ????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.