আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতার সামান্য কস্টার্জিত লেখায় আবেদন ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা
তোমায় আমি কি নামে ডাকবো ??
এ দুনিয়ার সব ভাষাই তো নির্লিপ্ত
মনে করো , তোমার নাম দিলাম সাহসিকা
"সাহসিকা" , হ্যাঁ মন থেকেই বলছি ।
তোমার সাহস বলেই তো আজ
আমেরিকার ক্ষমতাও নির্বাক ।
তোমার আত্মবিশ্বাস দেখেই তো ,
আজ সম্বলহীনরা ফিরে পাবে সাহস ।
মনে করো , তোমার নাম দিলাম বিজয়িনী
"বিজয়িনী" , হ্যাঁ মনের গভীর থেকেই বলছি
তুমি জয় করবে এ পুরো বিশ্বটাকে
নয়তো জয় করবে অসীম মহাকাশ
না !! অবাক হয়োনা ।
মনে করো , তোমার নাম দিলাম নাটিকা
"নাটিকা" , হ্যাঁ বাস্তবতা ভেবেই বলছি
জীবন নাটকে জয়ী হবে তুমি
জীবনের প্রত্যেক পর্যায়ে তুমি হবে সফল
আজ তুমি বের হয়ে এসো খোলস থেকে
এ দুনিয়াকে তোমায় চিনতে দাও
আর , শুধু আমি না ।
তাদেরকেও রাখতে দাও তোমার উপযুক্ত নাম
হ্যাঁ , এটা আমি মন থেকেই বলছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।