দেশের মানুষের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজন। সামুর প্রিয় ব্লগারগণ, আশা করি সবাই ভালো আছেন। আমরা কিছু বন্ধু মিলে একটি অনলাইন মাসিক ম্যাগাজিন প্রকাশের চেষ্টা করছি। আপনাদের কাছ থেকেও এই ম্যাগাজিনের জন্য লেখা আশা করছি। আপনাদের কোন পুরনো লেখা হলেও ক্ষতি নেই।
আপনাদের নামেই প্রকাশ করা হবে। বিষয় হতে পারে গঠনমূলক যেকোন কিছু। আশা করি আপনাদের কাছ থেকে সাহায্য পাব। আপনাদের পক্ষে যদি বাংলায় লিখার মত সময় না থাকে তবে ইংরেজীতে লিখে দিলেও হবে। আমরা সম্পূর্ণ ঠিক রেখে সেটাকে বাংলায় পরিবর্তন করে প্রকাশ করে দিব ইনশাল্লাহ।
বিষয় যত সিরিয়াস হয় তত ভালো। গল্প-কবিতাও আমরা প্রকাশ করবো তবে আমাদের মূল চেষ্টা ম্যাগাজিনটিকে সমাজের ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের মনের অনুচ্চারিত কথাগুলো বের করে আনা। সেই ক্ষেত্রে কেউ যদি নিজের নাম প্রকাশ করতে না চান, তবে সেটি জানিয়ে দিলেই হবে। যেমন ধরুন আপনি একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন আর সেখানে চলছে সীমাহীন দুর্নীতি, আপনি কাউকে জানাতে পারছেন না। আমাদের কাছে লিখে পাঠান, আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ।
ম্যাগাজিনটির নাম দেয়া হয়েছে "চিৎকার"।
আপনাদের লেখা আমাদের মেইল অ্যাকাউন্টে মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল ঠিকানা হলো,
আর হ্যাঁ, আপনাদের বন্ধু বা পরিচিতজনদেরও এখানে লেখা পাঠাতে বলতে পারেন। লেখার মান যাচাই-বাছাই করে ইনশাল্লাহ প্রকাশ করা হবে।
আপনাদের জন্য শুভ কামনা রইলো।
আমাদের জন্যেও দোয়া করবেন। এই ম্যাগাজিনটির মাধ্যমে আমরা নিজেদের একটি প্লাটফর্ম তৈরী করার চেষ্টা করছি।
সবাইকে আবারো ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।