ভারতসহ আমাদের দেশের প্রায় সকল রবীন্দ্র নাথের স্মৃতি বিজরিত স্থানে আয়োজন করা হয়েছিল ১৫০ তম জম্ম বাষির্কী পালন অনুষ্ঠান। এই দিন অনেক বড় বড় জেলা শহরে পালণ করা হয় এই অনুষ্ঠান। ঢাকাতেও ৩/৭/১৫ এমনকি বছর ব্যাপি অনুষ্ঠানে আয়োজর করে বিভিন্ন প্রতিষ্ঠান।
নিজেকে এই বাহিরে রাখতে চাইনা বলেই ৪ তারিখে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলয়াতনে অনুষ্ঠান দেখতে যাবো মনে মনে ঠিক করে রাখলাম। কাজ শেষ করে শাহবাগে গিয়েই কিছুটা মানসিক ভাবে আহত হলাম।
পাবলিক লাইব্রেরিতে দারিয়ে ছিলাম এক বন্ধু আসার অপেক্ষা। বন্ধু এসেই এমন একটি কথা শুনালো যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। বন্ধু আসতেই বলে উঠলো আমরা কি বরীন্দ্র নাথের ১৫০ বছর জম্মবাষির্কীর অনুষ্ঠান দেখতে এসেছি না। বাংলালিংক এর বিজ্ঞাপনে প্রচারনা দেখতে এসেছি। কথা শুনেই আমি প্রশ্ন করতেই বন্ধুটির উত্তর ও আমার নিজের চোখে দেখে নিজে নিজেই ভাবলাম বন্ধুর কথাটি একদম ভুল না।
পাবলিক লাইব্রেরীর গেটেই বড় বড় দুটি লাগনো। তাতে রবীন্দ্র নাথের ১৫০ তম জম্ম বাষিকীর অনুষ্ঠানের নাম এতো ছোট করে লেখা তা দেখতে দুরবিন নিয়ে আসলে কেউ অভাক হওয়ার কিছু থাকবে না। একটু এগুতেই দুই পাশে বাংলালিংক এর প্রায় ২০ টির বেশী ব্যানার লাগানো। সেগুলোতে অনুষ্ঠানের নামের চেয়ে বেশী তাদের পণ্যে বিজ্ঞাপনের উদ্দ্যেশে লাগিয়ে এটা যে কেউ খালি চোখে দেখলেই বুঝতে পারবে। এই ব্যানার গুলোর সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো প্রতিটি ব্যানারেই তাদের লোগোর বং এর সাথে মিল রেখে কমলা লেবুর রঙ দিয়ে তৈরি করা হয়েছে।
দেখতে আমার মতো রঙিল মনের মানুষের ভালেই লাগে কিন্তু। কিন্তৃ রবীন্দ্র বিশেষকদের কেমন লাগে সেটাই দেখার বিষয়। আর অণুষ্টানের ম্যাজিনের বং এর কথা আর নাই বললাম।
এতো গেল ব্যানার আর অনুষ্ঠানের ম্যাগাজিনের কথা সবচেয়ে বেশী খারাপ লাগলো যেটা দেখে তারে হলো ব্যানারে ব্যবহার করা তরুন বয়সের ছবিটির বং দেখে। ছবিতে রবীন্দ্র নাথ কে যে পোশাকটি পড়ানো হয়েছে তার রংও কমলা রঙের।
১৫০ তম জম্ম দিন পালনে দিনে মানে ৮ মে বা ২৫ বৈশাখ সেদিন একটি কাজে চ্যানেল আই যেতে হয়েছে। যখন চ্যালেণ আইতে যাওয়ার কথা বলা হয়ে আমি কিছূটা খুসিই হলাম। কারন চ্যালেন আইতে জম্মদিন উপলক্ষে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চ্যালেন রবি সহযোগিতায় ঐ দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো রবির লাল রংয়ে পুরো চ্যালেন আই এর কার্যালয় লালে লাল।
এতো গেল আমার দেখা দুটি অনুষ্ঠানের কথা। বাংলাদেশে আরও ৪টি মোবাইল অপারেটর আছে। তারাও অবশ্যই এই মহান আয়োজনে সহযোগিতা করেছে। তারা যে তাদের লোগোর রঙ কেমন করেছে ।
অবশ্য না দেখে মনে হয় ভালোই করেছি।
রবী ঠাকুরে গান শুনে মন খারাপ হয়েছে ঠিকেই কিন্তু রং এর খেলা দেখে মন খারপ হয় নি এটাই মন্দের ভালো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।