আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নটা হরর !

কি ভীষণ ,কী ভীষণ কি নরকীয় কি পৈচাশিক কি হিংস্র , যেন নরপশু । যাহ ! এটা বাস্তব নয় । এটা যেন হরর স্বপ্নের মতো । সত্যিই তাই ভাবি যাই এটা যদি সে রকম হতো , আমি আশায় বুক বাধি প্রত্যাশার প্রহর গুনি সব কিছু বিলীন হয়ে কানে কেবলই বাজে আশাহতের ধ্বণি । একটা নয় ,দুটা নয়, কয়েকটা এক অংক দুই অংক তার পর ছড়ায় তা তিন অংকে । আমরা আর অংক শিখতে চাই না , শান্তি চাই বাঁচতে চাই প্রশান্তির ছায়াতলে চাই আশ্রয় , কে দেবে ? সম্মুখ জুড়েই কেবল ঘোরতর অমানিশার অন্ধকার । তবু্ও আশায় মরে যাই আশায় বেঁচে উঠি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।