আমরা শিখলাম, পৃথিবীর শিরায় শিরায় কত বিচ্চ্ছিরি ধূলো।
সারাটা রাত স্বপ্নটা ঘুমোতে পারেনি এক ফোঁটাও
শিরার গভীরে জাবর কেঁটেছে
কানকো কাটা কালো মহিষের মাথা;
তিনটা হৃৎপিন্ড
দুই চোখে আর বুকে নিয়ে
হাড় জির জির হাপড়ের মত শ্বাস টেনেছে স্বপ্নটা।
এবং চুমুর ফসিলে জমাট বদ্ধ পাখি পালকের বেশ
রোদের কামড় ঠোটে
মেঘের চাদর পোষে জিরাফের ঝুলন্ত গ্রীবা;
অন্তঃসত্ত্বা উটনীর প্রেমে নীল আতরের গন্ধ
হাঙরের দাঁতের আস্তিনে চুমুর জখম
ডুবোচর জুড়ে নোনা বাগডাশের বসতি।
সারাটা টা দিন স্বপ্নটা গন্ধ পাচ্ছে
আবলুস জানালা,পাথর কবাটের
সারাটা দিন তার ছায়ার ভেতর
শীত লাগাচ্ছে বাঘরঙ বেড়ালের ছায়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।