দুষ্টু ছেলেই তো..... আর কিছু না........ পাগলের পাগল
একটা সময় ছিল যখন বাংলাদেশ আগে ব্যাটিং করলে ১৫০+ রান করত যা খুব সহজেই প্রতিপক্ষ টপকে যেত। এমন রেকর্ডও আছে যে নিউজিল্যাণ্ড এক ওয়ানডেতে বাংলাদেশের ৯২ রানের টার্গেট ধরে ফেলে ৬ ওভারেই। আর পরে ব্যাটিং করলে প্রতিপক্ষের দেওয়া ৩০০+ রানের চাপে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যেত খুব বেশি হলে ১৫০-১৮০ রানের মধ্যেই।
দিন বদলেছে, এখন বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে টার্গেট দেয় ২৫০-৩০০ এর মধ্যে। আর পরে ব্যাটিং করলেও দৃঢ়তার পরিচয় দিয়ে ২৫০+ টার্গেটও টপকে যায় নিমিষেই। আর টেস্টেও বাংলাদেশ এর Maturity দিনে দিনে বাড়ছে। (যেখানে কিছু লুলেল ব্যক্তি বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নিতে চায় আর নিজেরাই গোহারা হারে আর কিছু অতি লুলেল ব্যক্তিবর্গ ভয়ে বাংলাদেশে আসতে চায়না, বাংলাদেশকে তাদের দেশে নিতে চায়না, বাংলাদেশকে Ordinary দল ভাবে এবং নিজেদের ব্যাটিং পরাশক্তি ভাবে ফ্ল্যাট পিচ বানিয়ে )
***খুব শীঘ্রই বাংলাদেশ বিশ্বকাপ ঘরে তুলবে***
***স্বপ্নটা দেখা যেতেই পারে***
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।